Ajker Patrika

রমজান ক্ষমাপ্রাপ্তির সুবর্ণ সময়

মুফতি বুরহান উদ্দিন 
রমজান ক্ষমাপ্রাপ্তির সুবর্ণ সময়

রমজান মহান আল্লাহর ক্ষমাপ্রাপ্তির মাস। বছরের অন্য ১১ মাসের চেয়ে এটি অধিক বরকতময় ও মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাসই হলো সেই মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত।’ (সুরা বাকারা: ১৮৫)

হাদিস শরিফে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘যখন রমজান আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়।’ (বুখারি) অন্য হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে থাকেন।’ (মুসনাদে আহমদ)

রমজান গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্তির সুবর্ণ সময়। যে রমজানকে কাজে লাগাতে পারেনি, সে নিঃসন্দেহে হতভাগা। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারেনি, সে হতভাগা।’ (ইবনে হিব্বান)

রোজাদার চোখ, মুখ, কান ও প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের হেফাজত করে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, যাতে মহানবী (সা.)-এর ঘোষিত সাবধানবাণীর আওতায় না পড়ে যায়। তিনি বলেছেন, ‘কোনো কোনো রোজাদার এমনও আছে, রোজার মাধ্যমে যার শুধু ক্ষুধা-পিপাসাই অর্জিত হয়।’ (ইবনে মাজাহ)

আল্লাহ তাআলা রমজানকে কল্যাণ, বরকত, তাঁর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন এবং মুমিনের জন্য গোটা বছরের ইমানি শক্তি অর্জনের কেন্দ্র বানিয়েছেন। হাদিস শরিফে এসেছে, ‘এ মাসে আল্লাহর পক্ষ থেকে এক ঘোষক ঘোষণা করতে থাকে, ‘হে কল্যাণ অন্বেষী, অগ্রসর হও; হে অকল্যাণের পথিক, থেমে যাও।’ (তিরমিজি) 

মুফতি বুরহান উদ্দিন, খতিব, ডিসি জামে মসজিদ, নেত্রকোনা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত