আজকের পত্রিকা ডেস্ক
চলতি মাসের শুরু থেকে ঘোষণা দিয়েই ইউক্রেনের উত্তর দিক থেকে সেনা প্রত্যাহার শুরু করে রাশিয়া। ইউক্রেনের দনবাস বা পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলেই এখন তাদের মনোযোগ। অঞ্চলটির স্বঘোষিত গণপ্রজাতন্ত্রী লুহানস্ক ও দোনেৎস্ককে পূর্ণ স্বাধীন করাই মস্কোর নতুন লক্ষ্য।
অঞ্চলটিতে ২০১৪ সাল থেকে রাশিয়ার সহায়তাপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে। প্রায় ৮ বছরের যুদ্ধে সেখানে নিহত হয়েছেন ১৩ হাজারের বেশি সাধারণ মানুষ। অঞ্চলটিতে ইউক্রেনের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে লড়ছে ‘আজব ব্যাটালিয়ন’ নামের আধা-স্বায়ত্তশাসিত এক উগ্র গ্রুপ। যাদের নাৎসি মনে করে জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ।
যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার বেন ব্যারি বলেন, ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সেনা ইউনিটগুলো রয়েছে দনবাসে। তাদের যুদ্ধের অভিজ্ঞতাও অনেক বেশি। প্রতিরক্ষা ও আক্রমণাত্মক দুই ধরনের যুদ্ধেই তারা পারঙ্গম।
ইতিমধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ট্যাংক ও যুদ্ধবিমান ধ্বংস করার বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পেয়েছে ইউক্রেন, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। কিয়েভ সফর করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে গেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। গত শনিবার কিয়েভ ঘুরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। সাম্প্রতিক এসব তৎপরতা মাতৃভূমি রক্ষায় ইউক্রেনের সেনাদের মনোবল আরও বাড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সিএনএন জানায়, ইউক্রেন যুদ্ধ পরিচালনার জন্য আলেকজান্ডার ডভোর্কনিকভ নামের এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৬ সাল থেকে সিরিয়ায় দায়িত্ব পালনকারী এ জেনারেল বাশার আল আসাদকে ক্ষমতায় টিকে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী ৯ মের মধ্যে ইউক্রেন যুদ্ধকে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যেতেই দুর্ধর্ষ এই জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে।
তা ছাড়া ইতিমধ্যে নিজেদের সেনাদের নতুন করে বিন্যাস এবং কিছু পুরোনো ব্যাটালিয়ন সরিয়ে নতুন ব্যাটালিয়ন নিয়োগ দিয়েছে রাশিয়া। এ অবস্থায় এক অচিন্তনীয় ধ্বংসলীলার জন্য দনবাস অপেক্ষা করছে বলে মনে করেন যুদ্ধবিশারদেরা।
চলতি মাসের শুরু থেকে ঘোষণা দিয়েই ইউক্রেনের উত্তর দিক থেকে সেনা প্রত্যাহার শুরু করে রাশিয়া। ইউক্রেনের দনবাস বা পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলেই এখন তাদের মনোযোগ। অঞ্চলটির স্বঘোষিত গণপ্রজাতন্ত্রী লুহানস্ক ও দোনেৎস্ককে পূর্ণ স্বাধীন করাই মস্কোর নতুন লক্ষ্য।
অঞ্চলটিতে ২০১৪ সাল থেকে রাশিয়ার সহায়তাপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেন সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছে। প্রায় ৮ বছরের যুদ্ধে সেখানে নিহত হয়েছেন ১৩ হাজারের বেশি সাধারণ মানুষ। অঞ্চলটিতে ইউক্রেনের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে লড়ছে ‘আজব ব্যাটালিয়ন’ নামের আধা-স্বায়ত্তশাসিত এক উগ্র গ্রুপ। যাদের নাৎসি মনে করে জাতিসংঘসহ বিশ্বের অনেক দেশ।
যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার বেন ব্যারি বলেন, ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সেনা ইউনিটগুলো রয়েছে দনবাসে। তাদের যুদ্ধের অভিজ্ঞতাও অনেক বেশি। প্রতিরক্ষা ও আক্রমণাত্মক দুই ধরনের যুদ্ধেই তারা পারঙ্গম।
ইতিমধ্যে বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ট্যাংক ও যুদ্ধবিমান ধ্বংস করার বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম পেয়েছে ইউক্রেন, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। কিয়েভ সফর করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে গেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। গত শনিবার কিয়েভ ঘুরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। সাম্প্রতিক এসব তৎপরতা মাতৃভূমি রক্ষায় ইউক্রেনের সেনাদের মনোবল আরও বাড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সিএনএন জানায়, ইউক্রেন যুদ্ধ পরিচালনার জন্য আলেকজান্ডার ডভোর্কনিকভ নামের এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৬ সাল থেকে সিরিয়ায় দায়িত্ব পালনকারী এ জেনারেল বাশার আল আসাদকে ক্ষমতায় টিকে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী ৯ মের মধ্যে ইউক্রেন যুদ্ধকে একটি বিশেষ পর্যায়ে নিয়ে যেতেই দুর্ধর্ষ এই জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে।
তা ছাড়া ইতিমধ্যে নিজেদের সেনাদের নতুন করে বিন্যাস এবং কিছু পুরোনো ব্যাটালিয়ন সরিয়ে নতুন ব্যাটালিয়ন নিয়োগ দিয়েছে রাশিয়া। এ অবস্থায় এক অচিন্তনীয় ধ্বংসলীলার জন্য দনবাস অপেক্ষা করছে বলে মনে করেন যুদ্ধবিশারদেরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪