Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৮: ৫১
এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে

  • তনয়া (বাংলা স্বল্পদৈর্ঘ্য সিনেমা)
    অভিনয়: ফজলুর রহমান বাবু, মাখনুন সুলতানা মাহিমা
    দেখা যাবে: চরকি
  • জুরাসিক ওয়ার্ল্ড ক্যাম্প (ইংলিশ সিরিজ)
    অভিনয়: জামিলা জামিল, গ্লেন পাওয়েল
    দেখা যাবে: নেটফ্লিক্স
  • দ্য গ্রে ম্যান (ইংলিশ সিরিজ)
    অভিনয়: রায়ান গসলিং, ক্রিস ইভান
    দেখা যাবে: নেটফ্লিক্স
  • ফিজিকস টিচার (কন্নড় সিনেমা)
    অভিনয়: প্রেরণা কামবাম, রাজেশ নাটারাঙ্গা
    দেখা যাবে: ভূত
  • রুহানিয়াত (হিন্দি সিরিজ)
    অভিনয়: গীতিকা মেহান্দ্রু, অর্জুন বিজলানী
    দেখা যাবে: ম্যাক্স প্লেয়ার
  • পাঠাম ভালাভু (মালয়ালম সিনেমা)
    অভিনয়: সুরজ ভেঞ্জারমুডু, ইন্দ্রজিত সুকুমারন
    দেখা যাবে: মনোরমা ম্যাক্স
  • ঘর ওয়াপসি (হিন্দি সিরিজ)
    অভিনয়: আকাঙ্ক্ষা ঠাকুর, অতুল শ্রীবাস্তব
    দেখা যাবে: ডিজনি হটস্টার
  • ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন (তেলুগু সিনেমা)
    অভিনয়: ভেঙ্কটেশ, বরুণ তেজ
    দেখা যাবে: সনি লিভ
  • অ্যানিথিং পসিবল (ইংলিশ সিনেমা)
    অভিনয়: এলিস গোল্ডসবেরি, কোর্টনি কারটার
    দেখা যাবে: প্রাইম ভিডিও
  • ড. অরোরা (হিন্দি সিরিজ)
    অভিনয়: শক্তি কুমার, 
    নিরাজ কাশ্যপ
    দেখা যাবে: সনি লিভ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত