চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরায় অনীহা দেখা গেছে। ইতিমধ্যে করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সরকার সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিয়েছেন।
সরেজমিন দেখা গেছে, গত সোমবার ছিল চৌদ্দগ্রামের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। উপজেলা প্রশাসন থেকে মাস্ক পরিধানের কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রার্থী ও তাঁদের সমর্থকেরা মেনে চলেননি। শুধু উপজেলা কমপ্লেক্স নয়, চৌদ্দগ্রামের হাটবাজারগুলোয় সাধারণ মানুষ মাস্ক পরিধান করা ছাড়াই চলাচল করছে।
কামরুজ্জামান নামে এক প্রার্থীর সমর্থকের কাছে মাস্ক কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে তো করোনাভাইরাস নেই। মাস্ক পরব কেন? ওমিক্রন নামে ভাইরাস দিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে।’
সাঈদুর রহমান নামে অপর ব্যক্তি বলেন, মাস্ক পরে আসা উচিত ছিল। তবে ভুলে মাস্ক আনিনি। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, ওমিক্রন নামে একটি ভাইরাস শনাক্ত হয়েছে। ভবিষ্যতে মাস্ক পরিধান করে বের হব।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, ‘দেশ থেকে এখনো করোনাভাইরাস নির্মূল হয়নি। আক্রান্তের হার কম হলেও এতে আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। ওমিক্রন ভ্যারিয়েন্টটি আরও শক্তিশালী। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এ ভ্যারিয়েন্ট থেকেও আমরা রক্ষা পেতে পারি।’
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও সতর্কতা অবস্থা জারি করা হয়েছে। ইতিমধ্যে যাঁরা সাউথ আফ্রিকাসহ আশপাশের দেশগুলো থেকে ভ্রমণ করে এসেছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোয় কঠোর নজরদারি করা হচ্ছে।
চৌদ্দগ্রামে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরায় অনীহা দেখা গেছে। ইতিমধ্যে করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশসহ সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সরকার সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিয়েছেন।
সরেজমিন দেখা গেছে, গত সোমবার ছিল চৌদ্দগ্রামের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। উপজেলা প্রশাসন থেকে মাস্ক পরিধানের কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও প্রার্থী ও তাঁদের সমর্থকেরা মেনে চলেননি। শুধু উপজেলা কমপ্লেক্স নয়, চৌদ্দগ্রামের হাটবাজারগুলোয় সাধারণ মানুষ মাস্ক পরিধান করা ছাড়াই চলাচল করছে।
কামরুজ্জামান নামে এক প্রার্থীর সমর্থকের কাছে মাস্ক কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে তো করোনাভাইরাস নেই। মাস্ক পরব কেন? ওমিক্রন নামে ভাইরাস দিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে।’
সাঈদুর রহমান নামে অপর ব্যক্তি বলেন, মাস্ক পরে আসা উচিত ছিল। তবে ভুলে মাস্ক আনিনি। মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, ওমিক্রন নামে একটি ভাইরাস শনাক্ত হয়েছে। ভবিষ্যতে মাস্ক পরিধান করে বের হব।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান বলেন, ‘দেশ থেকে এখনো করোনাভাইরাস নির্মূল হয়নি। আক্রান্তের হার কম হলেও এতে আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। ওমিক্রন ভ্যারিয়েন্টটি আরও শক্তিশালী। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এ ভ্যারিয়েন্ট থেকেও আমরা রক্ষা পেতে পারি।’
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও সতর্কতা অবস্থা জারি করা হয়েছে। ইতিমধ্যে যাঁরা সাউথ আফ্রিকাসহ আশপাশের দেশগুলো থেকে ভ্রমণ করে এসেছেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোয় কঠোর নজরদারি করা হচ্ছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫