নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিল্প-সাহিত্য এবং সংস্কৃতিপ্রেমীদের জন্য সুখবর—প্রথমবারের মতো একই সময়ে দুজন নোবেল পুরস্কার বিজয়ী লেখক ঢাকায় আসছেন। তাঁরা হলেন বিশ্বখ্যাত তুর্কি লেখক ওরহান পামুক এবং তানজানিয়ার জনপ্রিয় লেখক আবদুলরাজাক গুরনাহ। ওরহান পামুক ২০০৬ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান। অন্যদিকে গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান আবদুলরাজাক গুরনাহ। দেশের শিল্প-সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ঢাকা লিট ফেস্টে অংশ নিতে ঢাকায় আসছেন তাঁরা। গতকাল শুক্রবার আনুষ্ঠিকভাবে তা জানান আয়োজকেরা।
করোনা মহামারির কারণে টানা তিন বছর বন্ধ ছিল ঢাকা লিট ফেস্টের আয়োজন। তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। আগামী ৫-৮ জানুয়ারি আসর বসবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। চার দিনের উৎসবে মনোজ্ঞ আলোচনা ছাড়াও থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা-গল্প থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ ও ইতিহাস, সমাজ ও রাজনীতি, অনুবাদ, বিজ্ঞান, ধর্ম ও দর্শন ইত্যাদি বিষয়ের ওপর থাকবে বিভিন্ন সেশন।
আয়োজকেরা জানান, দুই নোবেলজয়ী সাহিত্যিক ছাড়াও এবার থাকছে আরও চমক। অংশ নিচ্ছেন শিল্প-সাহিত্য, চলচ্চিত্র, সংস্কৃতি অঙ্গনের দেশ-বিদেশের ২০০ জন গুরুত্বপূর্ণ অতিথি। এবারের ২০০ অতিথির মধ্যে ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহ ছাড়াও রয়েছেন নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশি, রড্রিগো রে রোজা, পঙ্কজ মিশ্র, টিল্ডা সুইন্টন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, ম্যাথিউ এইকিন্স, আলেকজেন্দ্রা প্রিঙ্গেল, আন্দ্রে কুরকভ, আসমা সাইদ খান, ডেইম স্যারাহ গিলবার্ট প্রমুখ। এর আগের আসরগুলোয় নোবেল বিজয়ী কথাসাহিত্যিক ভি এস নাইপল, জীববিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস, অস্কার বিজয়ী অভিনেত্রী টিল্ডা সুইন্টন, পুলিৎজার বিজয়ী লেখক বিজয় শেষাদ্রিসহ অনেকেই অংশ নেন।
দুই নোবেলজয়ী লেখকের ঢাকা আসার খবরটি নিশ্চিত করেছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায্, আহসান আকবার ও কাজী আনিস আহমেদ।
সাদাফ সায্ বলেন, ‘ঢাকা লিট ফেস্টের দশম সংস্করণে থাকছেন চমকপ্রদ সব বক্তা। বই পড়া ও সাহিত্যের প্রতি ভালোবাসার চার দিনের এই মনোমুগ্ধকর আয়োজনে বিস্তৃত সব বিষয় আমরা আলোচনা করব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেই সঙ্গে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, লাইভ মিউজিক এবং শিল্পকলার অন্যান্য অনুষ্ঠানও।’
আহসান আকবার বলেছেন, ‘গত দুই বছর আমরা সারা দুনিয়ার সেরা বক্তাদের একত্র করতে কঠোর পরিশ্রম করছিলাম। আমরা দেশ-বিদেশের বক্তাদের বৈচিত্র্যময় সংমিশ্রণে আকর্ষণীয় আলোচনার একটি অবিস্মরণীয় উৎসব আয়োজন করতে যাচ্ছি। ডিএলএফের এই দশম সংস্করণ খুবই উদ্দীপনাময়
হতে যাচ্ছে।’
বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দিতে এবং অন্যান্য দেশের কবি-সাহিত্যিকদের মধ্যে যোগসূত্র গড়ার তাগিদে ২০১১ সালে যাত্রা শুরু হয় ঢাকা লিট ফেস্টের। শুরুতে উৎসবের নাম ছিল ‘ হে ফেস্টিভ্যাল’। তখন বেশ কিছু ইস্যুতে ‘হে উৎসব’-এর সমালোচনা করেছিলেন দেশের অনেক নামী লেখক। পরে নাম বদল করা হয় উৎসবের।
এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবের দশম আসর।
শিল্প-সাহিত্য এবং সংস্কৃতিপ্রেমীদের জন্য সুখবর—প্রথমবারের মতো একই সময়ে দুজন নোবেল পুরস্কার বিজয়ী লেখক ঢাকায় আসছেন। তাঁরা হলেন বিশ্বখ্যাত তুর্কি লেখক ওরহান পামুক এবং তানজানিয়ার জনপ্রিয় লেখক আবদুলরাজাক গুরনাহ। ওরহান পামুক ২০০৬ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান। অন্যদিকে গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান আবদুলরাজাক গুরনাহ। দেশের শিল্প-সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ আসর ঢাকা লিট ফেস্টে অংশ নিতে ঢাকায় আসছেন তাঁরা। গতকাল শুক্রবার আনুষ্ঠিকভাবে তা জানান আয়োজকেরা।
করোনা মহামারির কারণে টানা তিন বছর বন্ধ ছিল ঢাকা লিট ফেস্টের আয়োজন। তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। আগামী ৫-৮ জানুয়ারি আসর বসবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। চার দিনের উৎসবে মনোজ্ঞ আলোচনা ছাড়াও থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা-গল্প থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ ও ইতিহাস, সমাজ ও রাজনীতি, অনুবাদ, বিজ্ঞান, ধর্ম ও দর্শন ইত্যাদি বিষয়ের ওপর থাকবে বিভিন্ন সেশন।
আয়োজকেরা জানান, দুই নোবেলজয়ী সাহিত্যিক ছাড়াও এবার থাকছে আরও চমক। অংশ নিচ্ছেন শিল্প-সাহিত্য, চলচ্চিত্র, সংস্কৃতি অঙ্গনের দেশ-বিদেশের ২০০ জন গুরুত্বপূর্ণ অতিথি। এবারের ২০০ অতিথির মধ্যে ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহ ছাড়াও রয়েছেন নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, হানিফ কুরেশি, রড্রিগো রে রোজা, পঙ্কজ মিশ্র, টিল্ডা সুইন্টন, জন লি অ্যান্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গীতাঞ্জলি শ্রী, ডেইজি রকওয়েল, এসথার ফ্রয়েড, ম্যাথিউ এইকিন্স, আলেকজেন্দ্রা প্রিঙ্গেল, আন্দ্রে কুরকভ, আসমা সাইদ খান, ডেইম স্যারাহ গিলবার্ট প্রমুখ। এর আগের আসরগুলোয় নোবেল বিজয়ী কথাসাহিত্যিক ভি এস নাইপল, জীববিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমাস, অস্কার বিজয়ী অভিনেত্রী টিল্ডা সুইন্টন, পুলিৎজার বিজয়ী লেখক বিজয় শেষাদ্রিসহ অনেকেই অংশ নেন।
দুই নোবেলজয়ী লেখকের ঢাকা আসার খবরটি নিশ্চিত করেছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায্, আহসান আকবার ও কাজী আনিস আহমেদ।
সাদাফ সায্ বলেন, ‘ঢাকা লিট ফেস্টের দশম সংস্করণে থাকছেন চমকপ্রদ সব বক্তা। বই পড়া ও সাহিত্যের প্রতি ভালোবাসার চার দিনের এই মনোমুগ্ধকর আয়োজনে বিস্তৃত সব বিষয় আমরা আলোচনা করব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেই সঙ্গে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, লাইভ মিউজিক এবং শিল্পকলার অন্যান্য অনুষ্ঠানও।’
আহসান আকবার বলেছেন, ‘গত দুই বছর আমরা সারা দুনিয়ার সেরা বক্তাদের একত্র করতে কঠোর পরিশ্রম করছিলাম। আমরা দেশ-বিদেশের বক্তাদের বৈচিত্র্যময় সংমিশ্রণে আকর্ষণীয় আলোচনার একটি অবিস্মরণীয় উৎসব আয়োজন করতে যাচ্ছি। ডিএলএফের এই দশম সংস্করণ খুবই উদ্দীপনাময়
হতে যাচ্ছে।’
বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দিতে এবং অন্যান্য দেশের কবি-সাহিত্যিকদের মধ্যে যোগসূত্র গড়ার তাগিদে ২০১১ সালে যাত্রা শুরু হয় ঢাকা লিট ফেস্টের। শুরুতে উৎসবের নাম ছিল ‘ হে ফেস্টিভ্যাল’। তখন বেশ কিছু ইস্যুতে ‘হে উৎসব’-এর সমালোচনা করেছিলেন দেশের অনেক নামী লেখক। পরে নাম বদল করা হয় উৎসবের।
এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবের দশম আসর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪