Ajker Patrika

অনুপ্রেরণা সুফল বয়ে আনবে

মো. মাহবুবুর রহমান মোল্লা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১: ২৪
অনুপ্রেরণা সুফল বয়ে আনবে

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল। আসছে ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবারের পরীক্ষার ধরন কিছুটা ভিন্ন। বাংলাদেশসহ পুরো পৃথিবীতে কোভিড-১৯ চলমান। একটা লম্বা সময় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। মহামারি কিছুটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো স্বাস্থ্যবিধি পালন অবশ্যই জরুরি। পরীক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যঝুঁকির দিকে দৃষ্টি রেখেই সংক্ষিপ্ত পরিসরে এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে। দীর্ঘ ছুটিতে সবারই পাঠে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরীক্ষা সামনে রেখে পাঠের সীমাবদ্ধতা দূর করতে প্রাণপণ চেষ্টা করবে। আশা ও দোয়া করি, তোমাদের পরীক্ষা ভালো হবে, কাঙ্ক্ষিত ফল লাভ করবে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে জেনে মন খারাপ করবে না। করোনার সংক্রমণ থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতেই সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। প্রতিভাবান কখনো সিলেবাসের বেড়াজালে বন্দী থাকে না। তাদের বিকাশ হবেই। তোমরাও উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত হতে পারবে।

পরীক্ষার সময় সচেতনতা একটি গুরুত্বপূর্ণ দিক। পরীক্ষা দিতে দিতে সময়ের দিকেও খেয়াল রেখো। সচেতনতা ও পাঠাগ্রহ তোমার পরীক্ষায় সফলতা আনবে। কোনোভাবেই দুশ্চিন্তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দুশ্চিন্তা মন দুর্বল করে, ভীত করে।

সম্মানিত অভিভাবকেরা, পরীক্ষার্থীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন। তাদের অনুপ্রাণিত ও আশাবাদী করবেন। কোনোভাবেই হতাশ করবেন না, পরীক্ষার প্রাক্বাল শাসনের সময় নয়। আপনার সুন্দর আচরণ আপনার সন্তানের পরীক্ষায় সুফল বয়ে আনবে।

হাতে তোমাদের খুব বেশি সময় নেই। আর মাত্র কয়েকটা দিন। শরীরের সুস্থতা বজায় রেখে যথাসম্ভব পাঠ অনুশীলন চালিয়ে যাও। সুযোগমতো বিষয়-শিক্ষকের সঙ্গে যোগাযোগ রক্ষা করো। পরীক্ষার আগের দিন প্রবেশপত্র, বলপেনসহ প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ গুছিয়ে হাতের কাছে রাখবে। মনে সাহস রেখো, আশাবাদী হও। ইনশাআল্লাহ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমাদের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।

মো. মাহবুবুর রহমান মোল্লা, প্রিন্সিপাল, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

প্রতিষ্ঠাতা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত