Ajker Patrika

অভয়াশ্রমে গভীরতা কমছে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭: ০৪
অভয়াশ্রমে গভীরতা কমছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীর অভয়াশ্রমে গভীরতা কমে যাওয়ায় মাছের বংশবৃদ্ধিতে বিঘ্ন ঘটছে। অভিযোগ উঠেছে, সংস্কার ও নিয়মিত তদারকি করা হয় না অভয়াশ্রমটিতে।

উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ইসলামপুর গ্রাম হয়ে প্রবাহিত ধরলা নদীর কোলঘেঁষা শূন্য দশমিক ৫০ হেক্টর অংশজুড়ে অভয়াশ্রমটি ২০১৭-১৮ অর্থবছরে প্রতিষ্ঠা করা হয়। রংপুর বিভাগ মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় খাসজমিতে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির নিরাপদ আবাসস্থল হিসেবে এটি প্রতিষ্ঠা করে মৎস্য অধিদপ্তর। অভয়াশ্রমটির মূল আয়তন ছাড়াও নদী অংশের আশপাশের ৩০০ গজের মধ্যে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এই অভয়াশ্রমটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের সমারোহ ঘটে এবং হারিয়ে যেতে থাকা দেশীয় বেশ কয়েক জাতের মাছ ধরলা নদীতে প্রজনন হয়েছে বলে উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়।

জানা গেছে, অভয়াশ্রমটিতে বোয়াল, আইড়, শোল, বাইলা, শাল বাইন, বাটা, পুঁটি, ট্যাংরা, কই, কাতল, মাগুর, সরপুঁটি, সিলভারকার্প, টাকি, পিরেলা, বৈরালি, বাগাড় ও কার্প জাতীয় মাছের উপস্থিতি রয়েছে। গত বছর বর্ষা মৌসুমে অভয়াশ্রমটির উত্তর পাশের বাঁধটি নদীর পানির তোড়ে ধসে যায়। এতে নদীর পলি ও বালি পড়ে গভীরতা ভরাট হয়ে যায়। মাছের অবাধ চলাফেরায় দক্ষিণ অংশের গভীরতা সংকীর্ণ হওয়ায় মাছের প্রজনন ও বংশবৃদ্ধিতে বিঘ্ন ঘটছে বলে জানায় মৎস্য অধিদপ্তর। এ অবস্থায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদন, সংরক্ষণ ও বিস্তার হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী, মৎস্যচাষি ও জেলেরা জানান, শুষ্ক মৌসুমে নদীর পানি শুকিয়ে যায়। জনসংখ্যার আধিক্যের কারণে নদীর দখল ও দূষণ বেড়েছে। এসব কারণে নদীতে মাছের আশ্রয়স্থল কমে গেছে। পাটগ্রাম উপজেলায় প্রতিষ্ঠিত এ মৎস্য অভয়াশ্রমটির গুরুত্ব এবং রক্ষণাবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি নদীর কিছু অংশের জলাশয়ও রক্ষা করা জরুরি। তা না হলে দেশীয় প্রজাতির মাছের শুধু নাম শোনা যাবে, মাছ পাওয়া যাবে না।

অভয়াশ্রমটি দেখভালের জন্য ৫০ সদস্যের অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটি রয়েছে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় দেখভাল করে না এই ব্যবস্থাপনা কমিটি।

বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান বলেন, দেশীয় জাতের মাছ বৃদ্ধির জন্য অভয়াশ্রমটি পাটগ্রাম উপজেলা ও এ এলাকার একটি মূল্যবান সম্পদ। এটি রক্ষায় নজরদারি ও সবার সচেতনতা, আন্তরিকতা প্রয়োজন। প্রায় সময় দেখা যায় বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে বড়শি দিয়ে মাছ ধরে। কেউ কোনো কিছু বলে না। অভয়াশ্রমটি দেখাশোনার জন্য লোকজন আছে। তাঁদের তৎপরতা কম। সরকারিভাবে এটির যত্ন নেওয়া প্রয়োজন।

অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা বলেন, দিনে-রাতে অভয়াশ্রমটি দেখাশোনা করা হয়। গত বছর বর্ষায় অভয়াশ্রমটির উত্তর দিকের বাঁধটি ভেঙে বালি পড়ে গভীরতা কমে গেছে। এটির সংস্কারের জন্য কিছু অর্থের প্রয়োজন। উপজেলা পরিষদ ও প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে। ঠিক করা হবে কি না, কেউ কিছু বলেন না।

পাটগ্রাম উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ বলেন, অধিদপ্তর থেকে অভয়াশ্রমটি সংস্কারের জন্য বছরে যা বরাদ্দ আসে তা দিয়ে ছোট ও প্রয়োজনীয় দিকগুলো মেরামত সম্ভব হয়। তবে ধসে যাওয়া বাঁধ মেরামতে মোটা অঙ্কের টাকা প্রয়োজন। উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থাপন করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে, বরাদ্দ পেলে শিগগিরই মেরামত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত