Ajker Patrika

পোড়া তুলা, সুতা সরানো হচ্ছে, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২: ৫০
পোড়া তুলা, সুতা সরানো হচ্ছে, তদন্ত কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুরে এস বি এস কারখানার তুলার গুদামে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের এস বি এস কারখানার তুলার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গুদামে রাখা সব তুলা ও সুতা পুড়ে যায়।

সরেজমিনে গতকাল শুক্রবার ওই কারখানায় গিয়ে দেখা যায়, আগুনে গুদামের টিনশেড ঘর ধসে পড়েছে। পুড়ে যাওয়া তুলা ও সুতা সরিয়ে নিতে পিকআপ ভ্যান অপেক্ষা করছে। তখনো তুলার গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেখানে কারখানার শ্রমিকেরা পানি দিচ্ছেন। পুড়ে যাওয়া তুলা একের পর এক পিকআপ ভ্যানে তুলে সরিয়ে নেওয়া হচ্ছে। বেশ কয়েকটি বৈদ্যুতিক পিলারও আগুনে পুড়ে গেছে।

এস বি এস কারখানার মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা আজমল হোসেন জানান, গুদামের পুড়ে যাওয়া তুলা আর সুতা সরানো হচ্ছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আরও কয়েক দিন লাগবে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে গতকাল বলেন, বৃহস্পতিবারের ১১ ঘণ্টার আগুনে গুদামে থাকা তুলা ও সুতার কী পরিমান ক্ষতি হয়েছে, তা এখনো নির্ণয় করা যায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রতিবেদন পেলে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিতভাবে বলা যাবে। তবে কত সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে এবং কত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কারখানার স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত বলবেন বলে জানান ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত