Ajker Patrika

অস্কারের রিমাইন্ডার লিস্টে বাংলাদেশের সিনেমা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১১: ৫৫
অস্কারের রিমাইন্ডার লিস্টে বাংলাদেশের সিনেমা

‘দ্য গ্রেভ’ (বাংলা নাম গোর) সিনেমা নিয়ে বড় খবর দিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। তাঁর পরিচালিত সিনেমাটি জায়গা করে নিয়েছে অস্কারের রিমাইন্ডার লিস্টে। ২১ জানুয়ারি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রাথমিকভাবে ২৭৬টি সিনেমার নাম ঘোষণা করেছে। এ তালিকায় আছে গাজী রাকায়েত নির্মিত ‘দ্য গ্রেভ’।

৯৪তম অস্কার প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র, অভিনেতা, স্ক্রিন প্লেসহ ১৪টি বিভাগে লড়বে সিনেমাটি। রিমাইন্ডার লিস্টে জায়গা পাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত গাজী রাকায়েত।

গাজী রাকায়েত বলেন, ‘এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনেক সম্মানের। একজন পরিচালক হিসেবে তো আমার জন্য অনেক বেশি আনন্দের। ছবিটি ভোটাভুটির জন্য নির্বাচিত হয়েছে। সারা বিশ্বে অস্কারের ১০ হাজার ভোটার রয়েছেন। তাঁদের সবার কাছে এই ছবিগুলো ব্যালট আকারে পৌঁছে যাবে। অস্কার পাব কি পাব না, সেটা জানি না। কিন্তু আমরা যে স্বপ্ন দেখেছিলাম, ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার জানা মতে, এই প্রথম বাংলাদেশি কোনো নির্মাতার নাম অস্কারের রিমাইন্ডার লিস্টে এল।’

সরকারি অনুদানের ছবি ‘গোর’ ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। গত বছর ইংরেজি ‘দ্য গ্রেভ’ মুক্তি পেয়েছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন হলে। সিনেমাটি দেখা গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মেও।

একজন গোরখোদককে নিয়ে তৈরি হয়েছে ‘গোর’ বা ‘দ্য গ্রেভ’ সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা, মৌসুমী হামিদ, সুষমা সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত