Ajker Patrika

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৪: ১২
সাম্প্রদায়িক হামলায় জড়িতদের শাস্তি দাবি

কুমিল্লাসহ দেশের নানা জায়গায় সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৪৭ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় আমরা ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, যারা এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, তারা দেশের সব নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠার বিরোধী এবং পক্ষান্তরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ। তাই অবিলম্বে এই সব দুষ্কৃতকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের জন্য আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কুমিল্লায় সংঘটিত ঘটনার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সতর্ক, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় আরও সাম্প্রদায়িক হামলা আমরা দেখলাম, যার দায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই এড়াতে পারে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষ্ক্রিয়তার কারণ কী তা খুঁজে বের করতে হবে। অন্যদিকে কিছু জায়গায় জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের যে ঘটনা ঘটেছে, তাতে শক্তিপ্রয়োগ পরিমিত ও আইনানুগ ছিল কিনা তাও তদন্ত করে দেখতে হবে।’

৪৭ বিশিষ্ট ব্যক্তি বলেছেন, এসব নিন্দনীয় সহিংস ঘটনার পর আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার পরিবর্তে একে অপরকে দোষারোপ করার পুরোনো অভ্যাসে লিপ্ত হয়েছে। যথাযথ তথ্য-প্রমাণ বিবর্জিত এ ধরনের দোষারোপের রাজনীতি প্রকৃত অপরাধীদের প্রকারান্তরে আড়ালে থাকতে এবং পার পেয়ে যেতে সহায়তা করে। আমরা রাজনীতিবিদদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানাই। একই সঙ্গে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢালাওভাবে মামলা দায়ের, বিচারের নামে হয়রানি না করার এবং গ্রেপ্তার বাণিজ্যে লিপ্ত না হওয়ার অনুরোধ জানাই।’

বিবৃতিদাতাদের মধ্যে আছেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার আমির-উল ইসলাম, এম হাফিজউদ্দিন খান, ড. আকবর আলী খান, রাশেদা কে চৌধুরী, বিচারপতি আব্দুল মতিন, ড. এম সাখাওয়াত হোসেন, সুলতানা কামাল, শাহীন আনাম, হামিদা হোসেন, ড. সালেহ উদ্দিন আহমেদ, আলী ইমাম মজুমদার, আবু আলম শহীদ খান, মহিউদ্দিন আহমদ, দেবপ্রিয় ভট্টাচার্য, খুশী কবির, পারভীন হাসান, বদিউল আলম মজুমদার, অধ্যাপক আনু মুহাম্মদ, তোফায়েল আহমেদ, তারিক করিম, শাহদীন মালিক, শিরিন হক, সালমা আলী, সারা হোসেন, ফারাহ কবির, অধ্যাপক গীতি আরা নাসরিন, সঞ্জীব দ্রং, শহিদুল আলম, শারমিন মুরশিদ, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, রেহনুমা আহমেদ, আকমল হোসেন, স্বপন আদনান, ফিরদৌস আজিম, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, সেলিম রায়হান, রোবায়েত ফেরদৌস, গোলাম মোনোয়ার কামাল, নায়লা জামান খান, জাকির হোসেন, ফারুক ফয়সাল, ফস্টিনা পেরেরা, নূর খান লিটন, নিয়াজ আসাদুল্লাহ ও নোভা আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত