Ajker Patrika

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৪
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়েছেন মাদক কারবারিরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে শহরের ঘোড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাতেই আহত পুলিশ সদস্য রেজাউল করিম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। তবে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন এএসআই রেজাউল করিম ও করিম। আর পলাতক আসামি হলেন শহরের ভৈরবপুর এলাকার রাসেল (৩০)। এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। রাসেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ৮টার দিকে এএসআই রেজাউল করিম ও করিম শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহযোগী সানিসহ (২৮) প্রায় ১৫-২০ জনের একটি দল দুই পুলিশের ওপর লাঠিসোঁটা ও রামদা নিয়ে আক্রমণ করেন। এতে পুলিশ কর্মকর্তারা তাঁদের ছুরিকাঘাতে আহত হন। এ সময় মাদক কারবারিরা রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়।

জানতে চাইলে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশের নিয়মিত অভিযান হিসেবে ঘোড়াকান্দা এলাকায় যায় এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাসেলকে আটক করে। তাঁকে হাতকড়া পরানোর আগে বিষয়টি টের পেয়ে কয়েকজন পুলিশের ওপর হামলা করে রাসেলকে ছিনিয়ে নেন। রাসেলের বিরুদ্ধে থানায় ছয়টিরও বেশি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টাকরা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত