Ajker Patrika

জমজমাট নির্বাচনী প্রচার

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ৪২
জমজমাট নির্বাচনী প্রচার

পীরগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে প্রার্থীদের প্রচার। নাম ও প্রতীকের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে গান। সেই সঙ্গে বাড়তি যোগ হয়েছে বিভিন্ন প্রতীকের বিশাল আকৃতির নমুনা।

পীরগাছায় আগের নির্বাচনগুলোতে প্রচারের কাজ পোস্টার লাগানো আর মাইকিংয়ে সীমাবদ্ধ থাকলেও এবার ব্যতিক্রমী আমেজ নিয়ে এসেছে এই বিশাল আকৃতির প্রতীকগুলো। উপজেলার বিভিন্ন হাটবাজার ও জনসমাগমের এলাকায় টাঙানো হয়েছে নৌকা, লাঙ্গল, আনারস ও ঘোড়াসহ বিভিন্ন প্রতীকের বড় বড় কাঠামো।

কৈকুড়ী ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম লেবু মণ্ডলের প্রচারে নামানো হয়েছে নৌকার আদলে তৈরি গাড়ি। এটি প্রার্থীর পোস্টার আর মাইক লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরছে, চেষ্টা করছে ভোটারদের দৃষ্টি আকর্ষণের।

সেই সঙ্গে স্থানীয় বকসীর দিঘি বাজারে গড়ে তোলা হয়েছে বিভিন্ন রঙে সজ্জিত বিশাল আকৃতির একটি নৌকা। বাজারে আসা মানুষের দৃষ্টি কাড়ছে এটি।

গত শুক্রবার বিকেলে বকসীর দিঘি বাজারে গিয়ে দেখা মেলে নৌকার আদলে তৈরি গাড়িটির। এর মালিক রবিউল ইসলাম বলেন, ‘আমি নৌকার ভক্ত। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ভালোবেসে নৌকার আদলে গাড়িটি তৈরি করেছি। এতে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। এখন ভোটের সময় অনেকেই এই গাড়ি ভাড়া নিয়ে প্রচারণা চালাচ্ছেন। দৈনিক ৩ হাজার টাকা ভাড়ায় প্রচারণা চালানো হচ্ছে।’

কথা হয় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. ফারুকের সঙ্গে। তিনি বলেন, সাধারণ মানুষ ও ভোটারদের দৃষ্টি কাড়তে এসব ব্যতিক্রমী আয়োজন। এতে প্রচার বাড়ছে, মানুষ প্রতীকের কথা মনে রাখছে।

পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম গ্রামের আবুল খায়ের বলেন, আগে মাইকে প্রচার চালানো হলেও এবার ব্যতিক্রম। সব প্রার্থীর নাম ও প্রতীক দিয়ে জনপ্রিয় সব গান রেকর্ডিং করে উচ্চ ভলিউমে বাজানো হচ্ছে। যুগ পাল্টে গেছে। সব এখন ডিজিটাল হয়ে যাচ্ছে।

যোগাযোগ করা হলে কৈকুড়ী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘মানুষের চাহিদার শেষ নেই। যে যেভাবে পারছেন ভোটারের দৃষ্টি কাড়তে চেষ্টা করছেন। মাইকিং, গান রেকর্ডিং, অটো গাড়ি, ব্যানার, পোস্টারে অনেক খরচ বেড়ে যাচ্ছে। অন্য প্রার্থীর সঙ্গে তাল মিলাতে গিয়ে এসব করতে হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত