Ajker Patrika

বিবর্ণ মাঠে সবুজের সমারোহ

সমির মল্লিক, খাগড়াছড়ি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৪২
বিবর্ণ মাঠে সবুজের সমারোহ

প্রায় পাঁচ মাস পর খাগড়াছড়ি জেলা শহরের বিবর্ণ খেলার মাঠ এখন সবুজ ঘাসে ঢাকা। দীর্ঘ দিনের প্রচেষ্টায় খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠকে খেলার উপযোগী করেছে জেলা শহরের দুই তরুণ। মূলত যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে নিজেদের অর্থায়নে এমন উদ্যোগ নিয়েছেন এ দুই সরকারি কর্মকর্তা। মাঠটি সংস্কার হওয়ায় ক্রীড়াপ্রেমীরা পেয়েছেন খেলার সুযোগ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা।

উদ্যমী এই দুই তরুণ হলেন—খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-প্রকৌশলী সবুজ চাকমা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজ্জাদ হোসেন। বিদ্যালয়ের মাঠটি সংস্কার ও সবুজায়নের উদ্যোগ নেন তাঁরা। মাঠ সমান করার পাশাপাশি লাগানো হয় সবুজ ঘাস। এতে সময় লাগে প্রায় পাঁচ মাস।

খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমা বলেন, ‘স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন একাডেমির খেলোয়াড়েরা বিদ্যালয়ের মাঠে নিয়মিত খেলাধুলা করেন। এবড়োখেবড়ো হওয়ায় খেলার অনুপযোগী ছিল মাঠটি। খেলতে গিয়ে খেলোয়াড়েরা পড়ে আহত হতেন। অর্থ-সংকটের কারণে মাঠ সংস্কার করতে পারছিলাম না। তবে পুরো মাঠটি সংস্কার হওয়ায় এখন সবাই খেলাধুলা করতে পারছে।’

এর আগে সংস্কারের অভাবে মাঠটি টানা প্রায় ৫ মাস বন্ধ ছিল। তবে দুই উদ্যমী তরুণের প্রচেষ্টার সম্প্রতি খেলার মাঠটি খেলার উপযুক্ত করে ক্রীড়াপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হয়।

খাগড়াছড়ির পার্বত্য একাডেমির পরিচালক দিদারুল আলম বলেন, ‘মাঠটি সংস্কার করা ক্রীড়াপ্রেমীদের প্রাণের দাবি ছিল। দেরিতে হলেও দুই তরুণের উদ্যোগে মাঠটি খেলার উপযুক্ত হয়েছে।’

চলতি মাসে শুরুতেই সবুজ মাঠের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন সরকারি স্কুলের মাঠ খেলার উপযোগী ছিল না। দুই তরুণের উদ্যোগে মাঠটি সংস্কার হয়েছে। সবাই মিলে এই মাঠটিকে সংরক্ষণ করতে হবে।’

এ বিষয়ে সবুজ চাকমা বলেন, ‘বর্তমান প্রজন্ম খেলাধুলার মধ্যে নেই। তারা মোবাইল গেম, মাদক ও ইন্টারনেটসহ বিভিন্নভাবে আসক্ত। বিশেষ করে খেলার মাঠ না থাকার কারণে কিশোর তরুণেরা খেলা বিমুখ হচ্ছে। মাঠটি সংস্কার হওয়ায় এখন খেলাধুলার পরিবেশ তৈরি হয়েছে। ক্রীড়াপ্রেমীদের পদচারণায় আবার মুখরিত হয়েছে সবুজ মাঠ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত