Ajker Patrika

অনিয়মের প্রতিবাদে মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ০৯
অনিয়মের প্রতিবাদে মতবিনিময় সভা

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ খননে অনিয়মের প্রতিবাদে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সচেতন নাগরিক সমাজ। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. এনামুল হকের কাছে অনিয়মের বিষয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বক্তব্য তুলে ধরেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ব্রহ্মপুত্র নদ খননের কিছুদিন যেতে না যেতেই নদের বুকে আবারও চর জাগে। বিষয়টি প্রশাসনের নজরে এনে সঠিক পরিকল্পনা করে নদ খননের তাগিদ দেন তিনি। এর আগে গত শনিবার বিকেলে একই বিষয়ে আদালত প্রাঙ্গণে মতবিনিময় সভা করেন সচেতন নাগরিক সমাজ।

এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি ফরিদ আহমেদ, পীযুষ কান্তি সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাৎ হোসেন খান হিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, শওকত জাহান মুকুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য ইমদাদুল হক সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এম নুরুজ্জামান খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাখখার হোসেন খোকন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত