Ajker Patrika

টানা আটবার জামানত গেল মুনতাজের

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮: ১৪
টানা আটবার  জামানত গেল  মুনতাজের

সেই ১৯৯০ সাল থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন মুনতাজ আলী। তাঁর সঙ্গে নির্বাচনে জয়ী হয়ে যারা চেয়ারম্যান হয়েছেন তাঁদের মধ্যে দু–একজন মারাও গেছেন। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত চৌগাছার স্বরুপদাহ ইউপি নির্বাচনে অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে বরাবরের মতো এবারও জামানত হারিয়েছেন মুনতাজ আলী।

এ বার জোড়া পাতা প্রতীকের নির্বাচন করে ১১৩ ভোট পেয়েছেন তিনি। তবে টানা আটবার নির্বাচন করে প্রতিবারই জামানত হারালেও দমে যাওয়ার পাত্র প্রবীণ এই নাগরিক। জানালেন, বেঁচে থাকলে এবং সুস্থ থাকলে আগামী নির্বাচনেও তিনি প্রার্থী হতে চান।

মুঠোফোনে মুনতাজ আলী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয়দেরই বিজয়ী করা উচিত। কেননা এখানে সব শ্রেণি–পেশার মানুষকে সেবা দিতে হয়। সেখানে নির্দলীয়রাই পক্ষপাতিত্ব ছাড়া জনগণের সেবা করতে পারবেন।’

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ইউনিয়নে প্রদত্ত বৈধ ভোট ছিল ১৪ হাজার ৯৮৯। এর মধ্যে মুনতাজ আলী পেয়েছেন মাত্র ১১৩ ভোট। এ কারণে তাঁর জামানতের পাঁচ হাজার টাকা এবারেও বাজেয়াপ্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত