Ajker Patrika

ভেতরে ডিজির মতবিনিময়, বাইরে স্থানীয়দের মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ০৯
ভেতরে ডিজির মতবিনিময়, বাইরে স্থানীয়দের মানববন্ধন

বঙ্গোপসাগরসহ উপকূলীয় এলাকায় ডাকাত মোকাবিলায় বরগুনার পাথরঘাটায় র‍্যাবের ক্যাম্প দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় জনসাধারণ। গত রোববার পাথরঘাটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলেদের নিয়ে মতবিনিময় সভা করেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় সম্মেলন কক্ষের বাইরে উপজেলা পরিষদ চত্বরে কয়েক শতাধিক মানুষ এই মানববন্ধন করেন।

মানববন্ধনে তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যাব মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তবে উপজেলা পরিষদ চত্বরে কঠোর নিরাপত্তা থাকায় তাঁরা বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন।

রফিকুল ইসলাম কাঁকন জানান, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেছেন। এর পেছনে অবদান রেখেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব। সম্প্রতি আবারও উপকূলীয় এলাকায় ডাকাতির ঘটনায় পাথরঘাটার এক জেলে নিহতসহ কয়েক শতাধিক জেলেকে আহত করার ঘটনা ঘটেছে। যদি নিয়মিত বঙ্গোপসাগরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকত তাহলে পাথরঘাটার জেলে মুসা নৃশংসভাবে খুন হতেন না।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটায় র‍্যাবের স্থায়ী ক্যাম্প ও সি–প্লেনের ব্যবস্থা করা উপকূল মানুষের প্রাণের দাবি।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, একসময় পাথরঘাটা তীরবর্তী বিষখালি নদীর মোহনাতেও ডাকাতি হতো। কিন্তু তা র‍্যাবের প্রচেষ্টায় দূর হয়েছে। উপকূলীয় জেলেদের বিশ্বাস অর্জন করেছে র‍্যাব। তাই তাঁরা এলাকায় স্থায়ীভাবে একটি ঘাঁটি স্থাপনের দাবি জানাচ্ছে।

এ বিষয় র‍্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে। ঘাঁটির বিষয়ে অনেক আইনি প্রক্রিয়া আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত