Ajker Patrika

কর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
কর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ

পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. হাবিবুর রহমান বলেছেন, পরিকল্পিতভাবে জনশক্তি ব্যবহার করা গেলে তা সম্পদে পরিণত হয়। এ জন্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

গতকাল সোমবার সকালে বান্দরবান সদরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাকক্ষে পরিবার পরিকল্পনা বিষয়ে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান এসব কথা বলেন। ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা সপ্তাহকে সফল করতে এই অ্যাডভোকেসি সভা করা হয়।

বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. অং চা লু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য ধুংড়ী মং মারমা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কামরুন মনির রিবন প্রমুখ।

পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের অফিস সুপার বশির আহমদ জানান, ১৮ থেকে ২৩ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন করা হবে। ৪০ জন চিকিৎসক, কর্মী অ্যাডভোকেসি সভায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত