Ajker Patrika

মুমিনুলের হাতেই সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২২, ১২: ২৫
মুমিনুলের হাতেই সিদ্ধান্ত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে গতকাল সোমবার চেহারাটা দেখে বোঝা গেল, কী বিষম চাপ আর কঠিন সময় যাচ্ছে মুমিনুল হকের। কঠিন সময়ে গুরু নাজমুল আবেদীন ফাহিমের শরণ নিয়ে থাকেন অনেক ক্রিকেটারই। কদিন আগে মুশফিকুর রহিম নিয়েছিলেন। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত ছন্দে ফিরেছেন মুশি। একই পথ অনুসরণ করে গুরুর শরণ নিয়ে মুমিনুলও নিজেকে ফিরে পাওয়ার অপেক্ষায়।

একজন ব্যাটারের সময় খারাপ যেতেই পারে। কিন্তু মুমিনুলের চাপটা পাহাড়সম হয়ে যাওয়ার কারণ, তিনি একই সঙ্গে বাংলাদেশ টেস্ট দলের গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাটিং করেন, আবার টেস্ট দলের অধিনায়কও। গত জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টের পর রানখরায় ভুগতে থাকা মুমিনুল সর্বশেষ পাঁচ টেস্টে ৬ দশমিক ৭৭ গড়ে করেছেন ৬১ রান। ২০১৭ সালে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের কোচ থাকতেও কঠিন সময় গেছে বাঁহাতি টপ অর্ডার ব্যাটারের। কিন্তু সেই চাপের সঙ্গে তাঁর বর্তমান সময়ের চাপের পার্থক্য আছে। এবার ফর্মের সঙ্গে সমান আলোচনা-সমালোচনা হচ্ছে তাঁর অধিনায়কত্ব নিয়েও। ২০১৯ সালের পর সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার পর আকস্মিক টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন মুমিনুল। ১৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ৩ জয় আর ২ ড্রয়ের বিপরীতে হার ১২টিতে। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। তবে সেই সাফল্য ছাপিয়ে মুমিনুলের দিকে সমালোচনার তির ছুটে যাচ্ছে সাম্প্রতিক সময়ে দলের টানা হার আর সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায়।

স্বাভাবিকভাবেই বিসিবির নীতিনির্ধারকদের কথা বলতে হচ্ছে অধিনায়ক মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শেষ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, তাঁরা এটি নিয়ে বসবেন। সূত্র জানায়, আগামী ২ জুন বোর্ড সভায় আলোচনা হতে পারে টেস্ট অধিনায়কত্ব নিয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বললেন, ‘আমরা আগে মুমিনুলের সঙ্গে আলোচনা করব। সে যদি বলে ওয়েস্ট ইন্ডিজ সফরেও অধিনায়কত্ব করতে চায়, করবে। ওর কথাকে আমরা সম্মান করব। তবে এটা ঠিক, অধিনায়কত্বের চাপে সে রান পাচ্ছে না।’

দুর্দান্ত ব্যাটার মুমিনুলকে ফিরে পেতেই বিকল্প অধিনায়কের খোঁজে আছেন বিসিবির নীতিনির্ধারকেরা। বিসিবির দুজন নির্বাচকের কাছে বিকল্প টেস্ট অধিনায়ক-প্রসঙ্গ তুলতেই তাঁদের অভিন্ন উত্তর, ‘এখানে আমাদের খুব একটা অপশন নেই।’ কদিন আগে সাকিব আল হাসানও প্রায় একই কথা বলছেন, ‘টেস্টে এই মুহূর্তে মুমিনুল ছাড়া আমাদের আর কোনো অপশনও নেই। ওকে তাই আমাদের সমর্থন করা উচিত।’ এক নির্বাচক অবশ্য গতকাল বলছিলেন, ‘আমরা সবাই ওকে (মুমিনুলকে) সমর্থনই করছি। কিন্তু সেটি সে কাজে লাগাতে পারছে না। চারিত্রিকভাবে নরম স্বভাবের হওয়ায় এটি হতে পারে।’

অধিনায়ক মুমিনুলের বিকল্প খুঁজতে বিসিবির সামনে দুটি পথ—সিনিয়রদের কাউকে বেছে নেওয়া অথবা নতুন কারও কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়া। টেস্ট দলের অধিনায়কত্ব করতে সিনিয়রদের মধ্যে সাকিবের নামটি জোরেশোরে উচ্চারিত হলেও তিনি কঠিন দায়িত্বটা নিতে রাজি কি না, সেটি এক প্রশ্ন। আর নতুনদের মধ্যে বেশি উচ্চারিত হচ্ছে লিটন দাসের নাম। অবশ্য দুর্দান্ত ছন্দে থাকা লিটন এখনই অধিনায়কত্বের ভার নিতে তৈরি কি না, সে প্রশ্নও আছে।

মুমিনুল হক সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বাংলাদেশের পরের টেস্ট সিরিজ নভেম্বর-ডিসেম্বরে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে। হাতে যথেষ্ট সময় থাকায় তাড়াহুড়োর পক্ষে নন কেউ কেউ। নির্বাচক প্যানেলের এক সদস্য বলছিলেন, ‘যাকেই নেতৃত্ব দেন, তাকে হুট করে সরিয়ে দিতে পারবেন না। তাকে অন্তত ২ বছর সময় দিতে হবে। এ সিদ্ধান্ত তাই ভেবেচিন্তেই নিতে হবে।’

সিদ্ধান্ত যেটাই হোক, নেতৃত্ব নিয়ে মুমিনুল কী ভাবছেন, সেটি আগে জানতে চায় বিসিবি

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত