Ajker Patrika

নিম্নমানের সামগ্রী, সড়কের কাজ বন্ধ করলেন সাংসদ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ২৯
নিম্নমানের সামগ্রী, সড়কের কাজ বন্ধ করলেন সাংসদ

নান্দাইলের একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করায় তা বন্ধ করে দিয়েছেন সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ছবি ছড়িয়ে পড়ে। তাতে নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এরপরই সাংসদ নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের কাজ বন্ধ করে দেন।

নান্দাইলের সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন গতকাল সোমবার সকালে নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পান। এর আগে গত ৩০ অক্টোবর নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কটি পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নান্দাইল-দেওয়ানগঞ্জ ১৭ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। রাস্তাটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩৩ লাখ টাকা। সড়কটি নান্দাইলের খারুয়া, শেরপুর ও জাহাঙ্গীরপুর ইউনিয়নের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম।

সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের কাজে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানতে পারি। সড়কটি পরিদর্শন করে এর সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নিতে বলেছি। সঠিক কাজ যাতে হয়, সে ব্যাপারে সবাইকে পাহারা দিতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত