Ajker Patrika

ছয় ইউপি নির্বাচন মতবিনিময়ে ব্যস্ত প্রার্থীরা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
ছয় ইউপি নির্বাচন  মতবিনিময়ে ব্যস্ত প্রার্থীরা

পঞ্চম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীরা এখন ভোটের প্রচারে কৌশল নির্ধারণে ব্যস্ত। প্রতীক বরাদ্দ না হলেও চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা বসে নেই। তাঁরা নিজ নিজ এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্র জানায়, ইতিমধ্যে চলতি মাসের ১২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট সামনে রেখে অনেক প্রার্থী তাঁদের আচার-আচরণ বদলে ফেলেছেন। তেমনি নির্বাচনের আগে ভোটাররাও নড়েচড়ে বসেছেন। তাঁরা ভোটের নানা হিসাব-নিকাশ করছেন।

নাম প্রকাশের অনিচ্ছুক গজারিয়া ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা বড় ধরনের উৎসব। এ নির্বাচনে ভোটারদের কদর একটু বেশি হয়। তাই তাঁদের মন জোগাতে চাহিদা অনুযায়ী আপ্যায়ন করাতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত