Ajker Patrika

ডিপোতে তেল নেই ১ বছর

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ২২
ডিপোতে তেল নেই ১ বছর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ভাসমান তেল ডিপোতে ১ বছর ধরে তেল না থাকায় গ্রাহকেরা বিপাকে পড়েছেন। কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার তেলের ডিলাররা ভাসমান তেল ডিপো থেকে তেল না পাওয়ায় দিনাজপুর জেলার পার্বতীপুরের ডিপো থেকে তেল আনতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। অতিরিক্ত ব্যয় ডিলাররা গ্রাহকের কাছ থেকে আদায় করে নিচ্ছেন।

হাল চাষের ট্রাক্টর মালিক নজরুল ইসলাম জানান, আগে প্রতি লিটার ডিজেল তেল কিনতাম ৬৩ টাকা দরে। ডিপোতে তেল না থাকায় তেলের দাম বৃদ্ধিতে প্রতি লিটার ডিজেল কিনতে হচ্ছে ৬৫ দশমিক ৬৫ টাকায় এবং বর্তমানে তেলের দাম বাড়ানোর ফলে ডিপো থেকে তেল বিক্রির রেট নির্ধারণ রয়েছে প্রতি লিটার ৭৭ দশমিক ৫১ টাকা। পাম্প বা স্থানীয় তেল ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি লিটার ডিজেল ৮০ দশমিক ৩৫ টাকা দরে কিনতে হচ্ছে।

শ্যালোচালিত নৌকার মালিক উপজেলার রমনা এলাকার গোলাম হোসেন বলেন, ‘প্রতি লিটার ডিজেল আগে কিনতাম ৬৩ টাকা দরে। ডিপোতে তেল না থাকায় তা ৬৫ দশমিক ৬৫ টাকা দরে এবং তেলের দাম বাড়ায় ৮০ দশমিক ৩৫ টাকা দরে প্রতি লিটার কিনতে হচ্ছে।’

রমনা এলাকার নৌকা পারাপারের যাত্রী আব্দুল জব্বার জানান, চিলমারী থেকে রৌমারী যাওয়া-আসার নৌকায় ভাড়া ছিল যাত্রীপ্রতি ৭০ টাকা। ডিপোতে তেল না থাকায় তা বেড়ে ৮০ টাকা এবং বর্তমানে তেলের দাম বাড়ায় ভাড়া ১০০ টাকা হয়েছে। চিলমারী মেঘনা পেট্রোলিয়াম ডিপোর ইনচার্জ আইয়ুব আলী জানান, যে জাহাজে তেল আনা হয় সেটি বর্তমানে তেল পরিবহনে অনুপযোগী হওয়ায় সেটি মেরামত করে তেল আনতে হবে। এতে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

যমুনা ডিপোর ইনচার্জ শাহাজালাল জানান, ব্রহ্মপুত্র নদের নাব্য কম হওয়ায় তেলভর্তি জাহাজ আসতে পারছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত