Ajker Patrika

কমলা চাষে মিষ্টি লেবু মিয়ার জীবন

জসিম উদ্দিন, নীলফামারী
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ১৫
কমলা চাষে মিষ্টি লেবু মিয়ার জীবন

ব্যবসা, মাছ চাষসহ কত কিছুই না করেছেন; কিন্তু সফল হননি। অবশেষে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার পরামর্শে শুরু করেন চারা উৎপাদনের কাজ। এরপর আর পেছনে তাকাতে হয়নি লেবু মিয়াকে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাঁর হাতে তৈরি হয়েছে অন্তত সাড়ে ছয় শ কৃষি উদ্যোক্তা। ২০১৩ সালে তিনি ভারতের দার্জিলিং থেকে দুটি সাদকি জাতের কমলার চারা সংগ্রহ করে রোপণ করেন। ওই চারা থেকে পর্যায়ক্রমে ৬০টি গাছ থেকে এখন পরিপূর্ণ ফল পেতে শুরু করেছেন। বর্তমানে তাঁর নার্সারিতে ১১০ প্রজাতির আমগাছ ছাড়াও রয়েছে ৬৮ প্রজাতির কমলা ও মাল্টার জাত। এ ছাড়া রয়েছে অ্যাভাকাডো, রামবুটান, ত্বীন, জয়তুন, চেরি, লংগানসহ দুর্লভ বিদেশি প্রজাতির গাছ ও চারা।

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে হাইস্কুলপাড়ায় ২০০১ সালে লেবু মিয়া বাড়ির পাশে মাত্র এক বিঘা জমিতে শুরু করেন ছোট্ট একটি নার্সারি। নিজ সন্তানের নামে নার্সারির নাম দেন ‘এ আর মামুন নার্সারি’। সেটি এখন ছড়িয়েছে ২৫ বিঘা জমিতে।

প্রতিবেশী গোলাম মোস্তফা জানান, ‘একসময় লেবু মিয়ার আর্থিক অবস্থা ভালো ছিল না। অভাব ঘুচে সচ্ছলতা এসেছে তাঁর সংসারে। নার্সারির পাশে পাকা বাড়ি তৈরি করে থাকেন স্ত্রী-সন্তানদের নিয়ে। এক দিন টাকার অভাবে বড় ছেলে হারুন স্কুলে যেতে না পারলেও ছোট ছেলে মামুন পড়ছেন স্নাতকোত্তরে। নিজের ভাগ্য বদলের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছে লেবু মিয়ার এই উদ্যোগ।’

লেবু মিয়া জানান, প্রতিবছর খরচ বাদে নার্সারি থেকে তাঁর আয় হচ্ছে ১০ থেকে ১৫ লাখ টাকা। বর্তমানে নার্সারিতে প্রতিদিন ২০-২৫ জন শ্রমিক কাজ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, নীলফামারীর মাটি লেবুজাতীয় ফল চাষের জন্য উপযোগী। এখানে আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় প্রচুর মাল্টা ও কমলার চাষ হয়। পুষ্টিঘাটতি পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত