Ajker Patrika

ভুয়া র‍্যাব কর্মকর্তা ও চিকিৎসক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪: ২৬
ভুয়া র‍্যাব কর্মকর্তা ও চিকিৎসক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে এক ভুয়া র‍্যাব কর্মকর্তা ও ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দোয়াজী পাড়া এলাকার ওলি মিজি বাড়ির মোহাম্মদ রাশেদ (৪০) ও ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার মোহাম্মদ লোকমান (৫৫)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক আজকের পত্রিকাকে জানান, গত ১৭ নভেম্বর দুপুরে র‍্যাব পরিচয়ে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের হিঙ্গুরী পাড়া এলাকার রফিকের বাড়িতে হানা দেন রাশেদ। এ সময় তাঁর ঘরে ঢুকে মোবাইল ফোন ছিনিয়ে নেন। পাশাপাশি রফিকের নামে র‍্যাব-৭ কার্যালয়ে মামলা রয়েছে বলে জানান। রফিককে ক্রসফায়ারে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ ঘটনার পরদিন রফিক চট্টগ্রাম র‍্যাব-৭-এর কার্যালয়ে গিয়ে মামলার বিষয়ে খোঁজ নেন। এ সময় তাঁর নামে কোনো মামলা নেই বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়। মামলার পর প্রতারককে গ্রেপ্তারে অভিযান চালায় র‍্যাব। গতকাল দুপুরে সীতাকুণ্ড উপজেলা গেট এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে র‍্যাবের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

পরিদর্শক (তদন্ত) সুমন বনিক আরও বলেন, গতকাল দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারী বাজারের ওয়েল কাম ড্রাগ ফার্মেসিতে অভিযান চালায় র‍্যাব। এ সময় চিকিৎসক সেজে প্রতারণা করা ও চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভুয়া চিকিৎসক মো. লোকমানকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত