যশোর প্রতিনিধি
যশোর জেলা শহরে লাইসেন্সধারী ইজিবাইক ও অটোরিকশা রয়েছে ৩ হাজার ২০০টি। অথচ বৈধ ও অবৈধ মিলে প্রতিদিন গড়ে সাড়ে ৯ হাজার ইজিবাইক চলাচল করছে শহরে। অর্থাৎ বৈধ যানের চেয়ে অবৈধের সংখ্যা দ্বিগুণ বেশি। আর এসব ইজিবাইক ও অটোরিকশার যত্রতত্র যাত্রী তোলায় যানজটের শিকার হচ্ছেন নগরবাসী।
এই অবস্থা থেকে উত্তরণে এবং রাজস্ব আহরণে আগামী নভেম্বর থেকে অভিযান শুরু করতে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
যশোর পৌরসভার সচিব আজমল হোসেন জানান, শহর যানজটমুক্ত করতে ২০১৮ সালে অবৈধ ইজিবাইক শনাক্ত ও নিয়ন্ত্রণে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। ওই সময় লাইসেন্সধারী ইজিবাইক মালিক ও চালকদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডি (আরএফআইডি) বা স্মার্ট পরিচয়পত্র দেওয়া হয়। এই পদ্ধতি ব্যবহারে কিছুদিন অবৈধ ইজিবাইক চলাচল কমলেও কার্যক্রম বেশি দূর এগোয়নি। ফলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে এসেছে।
সচিব আজমল হোসেন বলেন, পৌরসভার লাইসেন্স পাওয়া ৩২ শ ইজিবাইক রয়েছে। যাদের শহরে চলাচলের অনুমতি আছে। কিন্তু শহরে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৯ হাজার ইজিবাইক চলাচল করছে। একই সঙ্গে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার ব্যাটারিচালিত অটোরিকশাও চলাচল করে। এতে শহরে যানজট বাড়ছে।
সচিব আজমল হোসেন আরও বলেন, ‘শহরের দড়াটানা, হাসপাতাল, চিত্রা, সিভিল কোর্টসহ গুরুত্বপূর্ণ সব মোড় ও শহরের প্রবেশদ্বারে এ অভিযান চলবে। ইতিমধ্যে আমরা পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। পৌর কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালাবে।’
যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ বলেন, ‘ইজিবাইক ও অটোরিকশা চালকেরা যথেচ্ছ চলাচল করছে। তাঁরা মানুষের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। তাঁদের হেনস্তা করছেন। কিন্তু পৌরসভাকে কোনো রাজস্ব দিচ্ছে না। উপরন্তু যানজট সৃষ্টি করছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো অবৈধ রয়েছে সেগুলোকে বৈধতার আওতায় আনতে অভিযান চালানো হবে।’
যশোর জেলা শহরে লাইসেন্সধারী ইজিবাইক ও অটোরিকশা রয়েছে ৩ হাজার ২০০টি। অথচ বৈধ ও অবৈধ মিলে প্রতিদিন গড়ে সাড়ে ৯ হাজার ইজিবাইক চলাচল করছে শহরে। অর্থাৎ বৈধ যানের চেয়ে অবৈধের সংখ্যা দ্বিগুণ বেশি। আর এসব ইজিবাইক ও অটোরিকশার যত্রতত্র যাত্রী তোলায় যানজটের শিকার হচ্ছেন নগরবাসী।
এই অবস্থা থেকে উত্তরণে এবং রাজস্ব আহরণে আগামী নভেম্বর থেকে অভিযান শুরু করতে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ।
যশোর পৌরসভার সচিব আজমল হোসেন জানান, শহর যানজটমুক্ত করতে ২০১৮ সালে অবৈধ ইজিবাইক শনাক্ত ও নিয়ন্ত্রণে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। ওই সময় লাইসেন্সধারী ইজিবাইক মালিক ও চালকদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডি (আরএফআইডি) বা স্মার্ট পরিচয়পত্র দেওয়া হয়। এই পদ্ধতি ব্যবহারে কিছুদিন অবৈধ ইজিবাইক চলাচল কমলেও কার্যক্রম বেশি দূর এগোয়নি। ফলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে এসেছে।
সচিব আজমল হোসেন বলেন, পৌরসভার লাইসেন্স পাওয়া ৩২ শ ইজিবাইক রয়েছে। যাদের শহরে চলাচলের অনুমতি আছে। কিন্তু শহরে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৯ হাজার ইজিবাইক চলাচল করছে। একই সঙ্গে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার ব্যাটারিচালিত অটোরিকশাও চলাচল করে। এতে শহরে যানজট বাড়ছে।
সচিব আজমল হোসেন আরও বলেন, ‘শহরের দড়াটানা, হাসপাতাল, চিত্রা, সিভিল কোর্টসহ গুরুত্বপূর্ণ সব মোড় ও শহরের প্রবেশদ্বারে এ অভিযান চলবে। ইতিমধ্যে আমরা পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। পৌর কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালাবে।’
যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ বলেন, ‘ইজিবাইক ও অটোরিকশা চালকেরা যথেচ্ছ চলাচল করছে। তাঁরা মানুষের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। তাঁদের হেনস্তা করছেন। কিন্তু পৌরসভাকে কোনো রাজস্ব দিচ্ছে না। উপরন্তু যানজট সৃষ্টি করছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো অবৈধ রয়েছে সেগুলোকে বৈধতার আওতায় আনতে অভিযান চালানো হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫