Ajker Patrika

মেসি-রোনালদোর দুই অভিজ্ঞতা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪১
মেসি-রোনালদোর দুই অভিজ্ঞতা

জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে দুর্দান্ত ছন্দে ক্রিস্টিয়ানো রোনালদো। তিন ম্যাচে মাঠে নেমে এখন পর্যন্ত করেছেন ৪ গোল। প্রিমিয়ার লিগে তাঁর দলও আছে দারুণ ছন্দে। রোনালদোর ঠিক বিপরীত অভিজ্ঞতা লিওনেল মেসির। তিন ম্যাচে মাঠে নামলেও এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি মেসি। উল্টো গত রোববার রাতে লিওঁর বিপক্ষে ম্যাচে তাঁকে তুলে নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ দেখিয়ে এসেছেন আলোচনায়।

লিওঁর বিপক্ষে প্যারিসে নিজেদের ঘরের মাঠে প্রথমবারের মতো মাঠে নামেন মেসি। এ ম্যাচ দিয়ে মেসি, নেইমার ও এমবাপ্পের (এমএনএম) ত্রিফলাকেও সামনাসামনি খেলতে দেখার স্বপ্নপূরণ হয়েছে প্যারিসবাসীর। তবে যতটা আশা নিয়ে ভক্ত-সমর্থকেরা এসেছিলেন সেই প্রত্যাশা পূরণ হয়নি। মেসি- নেইমারদের হতাশ করা পারফরম্যান্সের ম্যাচে শুরুতে পিছিয়েও পড়ে পিএসজি। এরপর পেনাল্টি গোলে সমতা ফেরান নেইমার। শেষ দিকে মাউরো ইকার্দি ত্রাতা হয়ে না এলে পয়েন্ট ভাগাভাগি করেই ফিরতে হতো পিএসজিকে।

ম্যাচের ফল ছাপিয়ে এদিন আলোচনায় এসেছে মেসির বদলির ঘটনা। ম্যাচ যখন ১-১ সমতায় তখন ৭৬ মিনিটে মেসিকে উঠিয়ে আশরাফ হাকিমিকে মাঠে নামান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। কোচের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবে নিতে পারেননি মেসি। মাঠ ছেড়ে যাওয়ার সময় নিজের প্রতিক্রিয়া দেখিয়েছেন আর্জেন্টাইন তারকা। কোচ যদিও বলেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচ মাথায় রেখে সম্ভাব্য চোট থেকে মেসিকে দূরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সমতায় থাকা ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তুলে নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন মেসির ভক্তরা। এতে কোচ পচেত্তিনোর সঙ্গে আর্জেন্টিনা ফরোয়ার্ডের বোঝাপড়ায় ঘাটতিও দেখছেন অনেকে।

ম্যানইউতে অবশ্য রোনালদোকে এমন সমস্যায় পড়তে হচ্ছে না। উল্টো কোচের পাশে দাঁড়িয়ে সতীর্থদের দিকনির্দেশনা দিতেও দেখা গেছে সিআর সেভেনকে। সে সঙ্গে প্রথম ম্যাচ থেকেই গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত