Ajker Patrika

শুভ হত্যাকাণ্ডে প্রধান আসামির রিমান্ড ৩ দিন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬: ১৯
শুভ হত্যাকাণ্ডে প্রধান আসামির রিমান্ড ৩ দিন

শুভ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নাছির উদ্দিন মাতুব্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পিরোজপুরের একটি আদালত। গত বৃহস্পতিবার বিকেলে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

আগামীকাল রোববার থেকে মঙ্গলবার নাছির উদ্দিনকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আলী রেজা।

পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভকে (৩৫) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নাছির উদ্দিন মাতুব্বর জেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ফয়সাল মাহবুব শুভ দলীয় নেতা–কর্মীদের সঙ্গে সদর উপজেলার শংকরপাশা ইউপিতে নৌকা প্রতীকের প্রচারে যান। সেখান থেকে ফেরার পথে মল্লিক বাড়ি বাসস্ট্যান্ডে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের সঙ্গে নৌকার সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় নাছির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন শুভ। সেখান থেকে তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই গত ১৫ নভেম্বর রাতে মারা যায় শুভ।

শুভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ওই দিন রাতেই পুলিশ নাছির উদ্দিন মাতুব্বরসহ ১০ জনকে আটক করে। পরদিন ৮ নভেম্বর নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জেল হোসেনের ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে নাছিরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০–১৩০ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। সে মামলায় প্রধান আসামি করা হয় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন মাতুব্বরকে। পরে তাঁকে আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত