Ajker Patrika

ক্ষমা চেয়ে রক্ষা পেলেন সভাপতি ও সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১২: ৫৭
ক্ষমা চেয়ে রক্ষা পেলেন সভাপতি ও সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় এখতিয়ারের বাইরে গিয়ে দুটি ইউনিটের কমিটি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ দেয় জেলা কমিটি। এরপর আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন ভুল স্বীকার করে জেলা কমিটির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে নোটিশটি প্রত্যাহার করে নেওয়া হয়।

গত মঙ্গলবার রাতে নোটিশটি প্রত্যাহারের বিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ছয়টি কমিটি ঘোষণা করে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন। এর মধ্যে পৌর ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কমিটি ঘোষণা করা গঠনতন্ত্র মোতাবেক উপজেলার এখতিয়ারভুক্ত নয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘গঠনতন্ত্র অনুসারে ১ম শ্রেণির পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়ার এখতিয়ার জেলা কমিটির। উপজেলা কমিটি আমাদের সঙ্গে পরামর্শ না করে এ দুটি কমিটি দিলে উপজেলা সভাপতি ও সম্পাদককে কারণ দর্শাতে বলা হয়। ওই দুটি কমিটি দেওয়ার এখতিয়ার তাদের নেই সেটি জানতেন না বলে জবাবে উল্লেখ করে তাঁরা ক্ষমা চেয়েছেন। তাই নোটিশটি প্রত্যাহার করে নিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত