Ajker Patrika

বিদ্রোহী নিয়ে অস্বস্তিতে নৌকার প্রার্থীরা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২: ৩০
বিদ্রোহী নিয়ে অস্বস্তিতে নৌকার প্রার্থীরা

পঞ্চম ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জে ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচার এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী রয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগের ৯ জন, বিদ্রোহী ৪, বিএনপি সমর্থক ১১, স্বতন্ত্র ৭, বাংলাদেশ খেলাফত মজলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন করে প্রার্থী রয়েছেন।

৯টি ইউপিতে দলের বিদ্রোহী ও বিএনপি সমর্থক প্রার্থীদের কারণে নৌকা প্রতীক পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগ প্রার্থীরা।

রহিমপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপিতে চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমেদ তরফদার।

শমশেরনগরে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল। এই ইউনিয়নে দুজন বিদ্রোহীসহ পাঁচজন রয়েছে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ বি এম আরিফুজ্জামান অপু এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর ও এনায়েত হোসেন মুমিন।

বিদ্রোহীদের কারণে কঠিন সমস্যায় আছেন বলে জানালেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালিক বাবুল।

আলীনগরে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক বাদশা। সেখানে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ রাজু (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক শাহিন আহমেদ।

পতনঊষারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সেলিম আহমেদ চৌধুরী, অলি আহমদ খান ও খেলাফত মজলিশের প্রার্থী সামছুল ইসলাম লিয়াকত।

মুন্সীবাজারে আওয়ামী লীগ প্রার্থী রনেন্দু ভট্টাচার্য। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শফিকুর রহমান চৌধুরী, নাহিদ আহমেদ তরফদার, সালাম মিয়া ও মুকুল মিয়া।

কমলগঞ্জ সদরে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান। স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, ব্যবসায়ী নেতা মামুনুর রসিদ ও সফিকুল ইসলাম সুফি।

এ ছাড়া আদমপুর, মাধবপুর ও ইসলামপুরের পরিস্থিতও মোটামুটি একই রকম।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন ও সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান বলেন, বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছিল। যাঁরা সে অনুরোধ রাখেননি, তাঁদের দল থেকে বহিষ্কারের জন্য দু-এক দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত