Ajker Patrika

ছাত্রদলের দুই কর্মীকে মারধরের অভিযোগ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ১৬
ছাত্রদলের দুই কর্মীকে মারধরের অভিযোগ

ফেনীর পরশুরামে ছাত্রদলের দুই কর্মীকে মারধর এবং কৃষক দলের উপজেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি ও ছাত্রদল। পৃথক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জেলা বিএনপির সদস্যসচিব গতকাল বৃহস্পতিবার শাহেদ আমান চৌধুরীর বাসায় ও দুই ছাত্রদল কর্মীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম জানান, ছাত্রদলের কোনো কর্মী বা নেতার বাসায় হামলার ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। তবে মির্জানগর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন এই ধরনের কোনো অভিযোগ পাননি বলে জানান।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন জানান, গত বুধবার রাতে মির্জানগর ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. মোবারক (৩০) হোসেন ও মো. পলাশকে (২৮) মারধর করা হয়। একই সঙ্গে উপজেলা কৃষক দলের সভাপতি ও মির্জানগর তৌহিদ একাডেমির সিনিয়র শিক্ষক সাহেদ আমান চৌধুরীর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় শাহেদ আমান চৌধুরীর বাসার গেট, জানালার কাচসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত