Ajker Patrika

ক্যাম্পাসে ফুটেছে গাঁদাসহ বাহারি ফুল

রুবায়েত হোসেন, খুবি 
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২: ৪৪
ক্যাম্পাসে ফুটেছে গাঁদাসহ বাহারি ফুল

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে বাহারি সব ফুলের বাগান। যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র ও বর্ণাঢ্য ফুলের সমারোহ। বাহারি এসব ফুলের সৌন্দর্য উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা।।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই ‘কালজয়ী মুজিব’ ম্যুরালের সামনে দেখা যাবে রং-বেরঙের নানা ফুল। আরেকটু সামনে এগোতেই হাতের বাম পাশে শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন সব ফুলের বাগান।

গতকাল ক্যাম্পাস ঘুরে আরও দেখা গেছে, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন সব ফুলের বাগান। শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবন, অগ্রণী ব্যাংক, ওয়াকওয়ে, পোস্ট অফিস প্রাঙ্গণ, অপরাজিতা হলসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি একাডেমিক ভবন ও আবাসিক হলের ভেতরের বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছে ফুল গাছ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নানা প্রকারের গাঁদা, আকাশি সাদা স্নোবল, মোরগঝুঁটি, কসমস, জুঁই, চামেলি, টগর, জিনিয়া, বেলি, গোলাপ, জারবেরা, জবা, রঙ্গন, রজনীগন্ধা, পেঁয়াজ ফুলসহ প্রায় ৪১ ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে।

খান বাহাদুর আহছানউল্লা হলের বাগান পরিচর্যার দায়িত্বে থাকা মালি আব্দুল করিম বলেন, ‘খান বাহাদুর আহছানউল্লা হল প্রাঙ্গণে এবার ১০ প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। এসব গাছে ফুল ফুটেছে আবার কোনোটাতে এখনো ফোটেনি। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে এসব গাছ লাগানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত