Ajker Patrika

কালভার্টের সংযোগ সড়ক খালে ভেসে গেছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ৫৩
কালভার্টের সংযোগ সড়ক খালে ভেসে গেছে

পাথরঘাটায় ভাঙা কালভার্ট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও কোনো সমাধান পাননি তাঁরা।

পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় সড়কে দেখা যায়, খানবাড়ি সংলগ্ন খালের ওপর নির্মিত কালভার্টটির পশ্চিম পাশের সংযোগ সড়ক ভেঙে খালে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা পারাপারের জন্য রাস্তাটি নারিকেল গাছ দিয়ে সংযুক্ত করে নেন। পরে সোহেল সিকদার নামে এক ব্যক্তির ব্যক্তিগত অনুদানে রাস্তাটি চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয় বাসিন্দা ফিরোজ খান বলেন, ‘বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অনেকবার জানানো হয়েছে। তাঁরা কোনো সমাধান দেননি। এই কালভার্ট দিয়ে প্রতিদিন কয়েক শ কর্মজীবী মানুষ ও শিক্ষার্থী চলাচল করেন। কালভার্টটি ভাঙা থাকায় গাড়ি চলতে পারে না। বিকল্প কোনো রাস্তাও নেই। ফলে রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

স্কুলছাত্র ইব্রাহিম মিয়া জানায়, স্থানীয়রা নারিকেল গাছ কেটে সাঁকো করে দিয়েছিলেন। সেখান থেকে সাইকেল কাঁধে করে নিয়ে পার হতে হতো। এ সময় অনেক ছাত্র খালে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, ‘বর্তমান ইউপি চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত কয়েকজন মোসাহেব মেম্বারকে দিয়েই বিভিন্ন কাজ করিয়ে থাকেন। এ বিষয়ে তাঁর সঙ্গে আলাপ–আলোচনা করেও কোনো কাজ হয়নি।

পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের সদিচ্ছার ব্যাপার। তাঁরা চেষ্টা করলে এডিপির বরাদ্দ থেকে এটি মেরামত করে নিতে পারে। এলজিইডির মাধ্যমে দু–একদিনের মধ্যে কালভার্টটি সংস্কার করে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত