Ajker Patrika

দুই হাজার ইয়াবাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১২: ৫৬
দুই হাজার ইয়াবাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টিলের আলমারিতে ইয়াবা রেখে বিক্রির অভিযোগে আব্দুল কাদির মোল্লা (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক আব্দুল কাদির মোল্লা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা-পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স গত শনিবার রাতে কাদির মোল্লা ও তাঁর ছেলে সোহাগ মোল্লার ঘরে অভিযান চালায়। এ সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। অভিযানে কাদির মোল্লার ঘরের স্টিলের আলমারিতে রাখা ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামি মোবাইল ফোন, ইয়াবা প্যাকেটজাত করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরে গতকাল রোববার সকালে আখাউড়া থানায় দুজনকে আসামি করে মামলা করা হয়। মামলায় কাদির মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাদির মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত