আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টিলের আলমারিতে ইয়াবা রেখে বিক্রির অভিযোগে আব্দুল কাদির মোল্লা (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক আব্দুল কাদির মোল্লা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা-পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স গত শনিবার রাতে কাদির মোল্লা ও তাঁর ছেলে সোহাগ মোল্লার ঘরে অভিযান চালায়। এ সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। অভিযানে কাদির মোল্লার ঘরের স্টিলের আলমারিতে রাখা ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামি মোবাইল ফোন, ইয়াবা প্যাকেটজাত করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে গতকাল রোববার সকালে আখাউড়া থানায় দুজনকে আসামি করে মামলা করা হয়। মামলায় কাদির মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাদির মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টিলের আলমারিতে ইয়াবা রেখে বিক্রির অভিযোগে আব্দুল কাদির মোল্লা (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক আব্দুল কাদির মোল্লা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা-পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স গত শনিবার রাতে কাদির মোল্লা ও তাঁর ছেলে সোহাগ মোল্লার ঘরে অভিযান চালায়। এ সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। অভিযানে কাদির মোল্লার ঘরের স্টিলের আলমারিতে রাখা ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামি মোবাইল ফোন, ইয়াবা প্যাকেটজাত করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে গতকাল রোববার সকালে আখাউড়া থানায় দুজনকে আসামি করে মামলা করা হয়। মামলায় কাদির মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাদির মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪