Ajker Patrika

রুবেল হত্যার বিচার চায় সহপাঠী-এলাকাবাসী

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ১৫
রুবেল হত্যার বিচার চায় সহপাঠী-এলাকাবাসী

সখীপুরে জমি নিয়ে বিরোধে রুবেল আহমেদ (৩৬) হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাবের সামনে রুবেলের সহপাঠী, পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রুবেল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে রুবেলের মা রাজিয়া আক্তার (৬৫), স্ত্রী মর্জিনা আক্তার, দুই কন্যা বুশরা (৮) ও তাবিয়া (২) প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মর্জিনা আক্তার বলেন, ‘আসামিরা আমার চোখের সামনেই আমার স্বামীকে এলোপাতাড়ি পিটিয়েছে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আমি হত্যাকারীদের কঠোর শাস্তি চাই।’

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, মামলার পরপরই আসামি লুৎফর রহমান ও তাঁর বাবা লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এ ছাড়া মামলার প্রধান আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে রুবেলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই যুবকের ছোট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে ৩১ ডিসেম্বর সখীপুর থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত