Ajker Patrika

ধারাবাহিক ও বড়দিনের নাটকে নাসিম-মিলি

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৩৬
ধারাবাহিক ও বড়দিনের নাটকে নাসিম-মিলি

আহসান হাবিব নাসিম ও ফারহানা মিলি একসঙ্গে দুটি কাজ করেছেন। একটি ধারাবাহিক নাটক ও অন্যটি আসছে বড়দিন উপলক্ষে একক নাটক। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে সৈয়দ মহিদুর রহমানের রচনায় ও জুয়েল রানার পরিচালনায় আট পর্বের ধারাবাহিক ‘বিপরীত স্রোত’-এ একসঙ্গে অভিনয় করেছেন নাসিম ও মিলি। এ ছাড়া এরই মধ্যে তাঁরা দুজন শেষ করেছেন ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশেষ নাটক ‘দুঃখী সান্তা’। নাটকটি রচনা করেছেন নাজমুস সাকিব ও পরিচালনা করেছেন অসীম গোমেজ। এই নাটকের পাশাপাশি ফারহানা মিলি ‘অদল বদল’ ধারাবাহিক নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

ফারহানা মিলির সঙ্গে পরপর দুটি নাটকে কাজ করা প্রসঙ্গে অভিনেতা ও ‘অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘ফারহানা মিলি ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে এককথায় চমৎকার। যে কারণে তাঁর সঙ্গে অভিনয় করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। মিলির সঙ্গে আগেও কাজ করেছি। নতুন কাজ দুটি নিয়ে আমি আশাবাদী।’

ফারহানা মিলি বলেন, ‘দুটি নাটকেরই গল্প ভালো। নাসিম ভাইয়ের সঙ্গে কাজ করার ব্যাপারে বিশেষ একটা ভালো লাগা আছে। শুটিং শুরুর আগে তিনি সহশিল্পীকে নিয়ে অনেকবার রিহার্সাল করেন, যেটা সত্যিই ভীষণ জরুরি। এটা আমার জন্য বেশ আরাম হয়। অভিনয়টা ভালো হয়।’

ফারহানা মিলি সম্প্রতি একটি অভিনয় ও নৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করেছেন। আহসান হাবিব নাসিম অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসায় সময় দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত