Ajker Patrika

বেচে দেওয়া সন্তান ফিরিয়ে দিল প্রশাসন, মিলল সাহায্য

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ২০
বেচে দেওয়া সন্তান ফিরিয়ে দিল প্রশাসন, মিলল সাহায্য

পীরগাছায় ১৩ দিন বয়সে বিক্রি হয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে মা-বাবার কোলে ফিরিয়ে দিয়েছে প্রশাসন। ভ্যান কেনার জন্য ৩০ হাজার টাকায় শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বাবা হোসেন আলী ও মা রওশন আরা বেগমের কাছে তাঁদের সন্তানকে তুলে দেওয়া হয়। এ সময় পরিবারটিকে ভ্যান কেনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পারুল ইউনিয়নের ভূমিহীন হোসেন আলী ও রওশন আরা দম্পতি তাঁদের চতুর্থ সন্তান হাসানুল হক ইনুকে দিনাজপুরের ঘোড়াঘাটে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছিলেন। এর বিনিময়ে পাওয়া টাকা দিয়ে হোসেন একটি ভ্যান তৈরি করতে দেন।

বিষয়টি জানাজানি হলে ইউএনও শেখ শামসুল আরেফীনের পরামর্শে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম হোসেনের বাড়িতে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পরে মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যায় মা-বাবার হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে শিশুটিকে নেওয়া দম্পতিকে ফেরত দেওয়ার জন্য টাকা দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ উপস্থিত ছিলেন।

সন্তান ফেরত পেয়ে হোসেন বলেন, ‘আমাদের চার সন্তান নিয়ে আমরা চিন্তিত। ফলে সদ্য ভূমিষ্ঠ সন্তানটিকে বিক্রি করে দিয়েছিলাম। এখন প্রশাসনের স্যার সেই টাকা ফেরত দেওয়ায় আমি খুশি। আমি ভ্যান চালিয়ে সন্তানদের মানুষ করব।’

ওসি আজিজুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানাজানির পর আমরা সেই সন্তানকে উদ্ধার করে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।’

ইউএনও শামসুল আরেফীন জানান, পরিবারটিকে উপার্জনের জন্য ৩০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত