Ajker Patrika

তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত

খুলনা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১০: ০৬
তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত

খুলনায় তেলবাহী ট্রেনের তিনটি ট্যাংক ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ওয়াগনের চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেল লাইনটি শুধুমাত্র তেলবাহী ট্রেন চলাচলের জন্য হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন আলমনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে

পরে রিলিফ ট্রেন এসে ওয়াগানগুলো উদ্ধার করে। খুলনা রেলওয়ে ম্যানেজার মো. মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার পর হঠাৎ বিকট শব্দ হয়।

শব্দ শুনে রেললাইনের কাছে গিয়ে দেখা যায় ট্রেনের তিনটি বগি পড়ে রয়েছে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা আসেন। তবে কোন হতাহত হয়নি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এখানকার বসবাসকারীরা।

রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল ৫টার পর খুলনা জংশন থেকে তেল লোড করার জন্য পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোর দিকে একটি তেলবাহী ট্রেন যাচ্ছিল। পথিমধ্যে কদমতলা এলাকায় আসলে লাইনে সমস্যা দেখা দেয়।

কিছু দূর যেতেই আলমনগর এলাকায় তিনটি ট্যাংক ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিটিও ৪০০১২, ৪০০৪৬ ও ৪০০৮৪ এই তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। ফলে চাকা ভেঙে যায় ও বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়।

রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সামিনার শামীম আহমেদ বলেন, আলমনগর এলাকায় ট্যাংক ওয়াগন তিনটি লাইনচ্যুত হওয়ায় ব্যাপক ক্ষত হয়েছে। এতে ট্রেনের চাকা, ব্রেকিং আইটেম, গাড়ির সোলভাসহ আন্ডার গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে রিলিফ ট্রেন এসে ওয়াগানগুলো উদ্ধার করে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত