Ajker Patrika

ওয়াকওয়ে যেন লাল- সবুজের প্রতিচ্ছবি

তানভীর হাসান, শাবিপ্রবি
ওয়াকওয়ে যেন লাল- সবুজের প্রতিচ্ছবি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। ইতিমধ্যে এটি শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের নজর কেড়েছে। ওয়াকওয়ের দুই পাশে রয়েছে সারি সারি মেহগনি, কড়ই, জারুল ফুলের গাছ ও দৃষ্টিনন্দন লেক। গাছের ডালে মোড়ানো ওয়াকওয়েটি যেন ছায়ায় ঘেরা লাল-সবুজের প্রতিচ্ছবি।

শাবিপ্রবি প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, করোনাকাল থেকে ওয়াকওয়ের কাজ শুরু হয়। কিছুদিনের মধ্যে ওয়াকওয়েটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

আপাতত রাস্তার এক দিকেই ওয়াকওয়েটি নির্মাণ করা হচ্ছে। দুটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ওয়াকওয়েটি নির্মাণের জন্য টেন্ডার দেওয়া হয়। ২ হাজার ৫০০ ফিট ওয়াকওয়ের নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে উন্নয়নে সবার অবদানের পাশাপাশি প্রকৌশল দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে, সেগুলো শেষ হলে ক্যাম্পাসের সৌন্দর্য আরও বেড়ে যাবে।’

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,  ‘আমরা একটি ডিজিটাল সার্ভে করে গাছের সারির মধ্যে দিয়ে ওয়াকওয়েটি করার পরিকল্পনা করি।

যাতে কোনো গাছের ক্ষতি না হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ওয়াকওয়ের এক পাশে রেলিং দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত