Ajker Patrika

রক্তপাত বন্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১১: ৫৯
রক্তপাত বন্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ

সাম্প্রতিক কক্সবাজারে সংঘটিত হত্যা ও রক্তপাত বন্ধে কঠোর হতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার বিকেলে টুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের লাবণী পয়েন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতা নিয়ন্ত্রণে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে নির্দেশ দিয়ে বলেন, ‘আমরা জানি কয়েক দিন ধরে কক্সবাজারে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এসব নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবেন।’

এদিকে কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এতে ক্ষুব্ধ নেতা-কর্মীরা। অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন ক্ষমতাসীন দলের জেলার শীর্ষ নেতারা।

গতকাল সোমবার বিকেলে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জহিরুল ইসলামের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় কেন্দ্রীয় আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান এবং জেলার তিন সাংসদ জাফর আলম, সাইমুম সারওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত