সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন নিয়ে সংঘর্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ৫০ জন।
সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে ছয়টি কেন্দ্রে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। এ ছাড়া বিক্ষিপ্ত হামলার পাশাপাশি ব্যালট ছিনতাইয়ের ঘটনায় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় ও বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
পুলিশ জানান, গতকাল সকালে ভোট শুরু হওয়ার পর উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান দুই পক্ষের সমর্থকেরা। একপর্যায়ে উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে আটকে যায় যানবাহন। কিছু সময় পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সময় সোনাইছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হন।
বেলা ১টায় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে দুই পুলিশ সদস্যসহ সাতজন গুলিবিদ্ধ হন। আহত হন আরও সাতজন। একই সময় বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্রে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন দুজন। এর আগে দুপুর সাড়ে ১২টায় বাড়বকুণ্ডের হাতিলোটা কেন্দ্রে জাপা প্রার্থীর ওপর আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা হামলা চালান।
এ বিষয়ে সীতাকুণ্ড নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল হাসান বলেন, ‘বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’
ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির ১৪ ইউপিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট নিয়ে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আরেক সাধারণ ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ফটিকছড়ির নির্বাচন।
নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শফি (৫০)। তিনি গোপালঘাটা এলাকার মো. ফজলুল হকের ছেলে। গুলিবিদ্ধ সাধারণ ইউপি সদস্য প্রার্থী হলেন মুহাম্মদ আজাদ।
ইউপি নির্বাচনের সমন্বয়কারী ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
মিরসরাই: বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে মিরসরাইয়ে ১৬টি ইউপিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে খইয়াছড়া ও ইছাখালীতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। খইয়াছড়া ইউপির ১ নম্বর কেন্দ্রের ৫ নম্বর ও ৬ নম্বর বুথে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক ও সাধারণ সদস্য পদে মোরগ, সংরক্ষিত সদস্য পদে মাইক প্রতীকের ব্যালটে সিল মারা অবস্থায় পাওয়া যায়।
এ ছাড়া বিভিন্ন ইউপিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। আটক করা হয়েছে কয়েকজনকে।
এদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপিতে দুই সাধারণ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ৩ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুরুশকুলের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আনোয়ারা বেগম ও আবু বকর সিদ্দিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। গুলিবিদ্ধ আক্তারুজ্জামানকে (৩৫) সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি আনোয়ারার সমর্থক বলে জানা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হুদা বলেন, ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে বিকেলে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন নিয়ে সংঘর্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে দুজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ৫০ জন।
সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে ছয়টি কেন্দ্রে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। এ ছাড়া বিক্ষিপ্ত হামলার পাশাপাশি ব্যালট ছিনতাইয়ের ঘটনায় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় ও বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
পুলিশ জানান, গতকাল সকালে ভোট শুরু হওয়ার পর উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় কেন্দ্রের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান দুই পক্ষের সমর্থকেরা। একপর্যায়ে উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে আটকে যায় যানবাহন। কিছু সময় পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সময় সোনাইছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হন।
বেলা ১টায় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে দুই পুলিশ সদস্যসহ সাতজন গুলিবিদ্ধ হন। আহত হন আরও সাতজন। একই সময় বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্রে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন দুজন। এর আগে দুপুর সাড়ে ১২টায় বাড়বকুণ্ডের হাতিলোটা কেন্দ্রে জাপা প্রার্থীর ওপর আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা হামলা চালান।
এ বিষয়ে সীতাকুণ্ড নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুল হাসান বলেন, ‘বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’
ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির ১৪ ইউপিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট নিয়ে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আরেক সাধারণ ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ফটিকছড়ির নির্বাচন।
নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শফি (৫০)। তিনি গোপালঘাটা এলাকার মো. ফজলুল হকের ছেলে। গুলিবিদ্ধ সাধারণ ইউপি সদস্য প্রার্থী হলেন মুহাম্মদ আজাদ।
ইউপি নির্বাচনের সমন্বয়কারী ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, ‘কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
মিরসরাই: বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে মিরসরাইয়ে ১৬টি ইউপিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে খইয়াছড়া ও ইছাখালীতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। খইয়াছড়া ইউপির ১ নম্বর কেন্দ্রের ৫ নম্বর ও ৬ নম্বর বুথে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক ও সাধারণ সদস্য পদে মোরগ, সংরক্ষিত সদস্য পদে মাইক প্রতীকের ব্যালটে সিল মারা অবস্থায় পাওয়া যায়।
এ ছাড়া বিভিন্ন ইউপিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। আটক করা হয়েছে কয়েকজনকে।
এদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপিতে দুই সাধারণ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ৩ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুরুশকুলের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আনোয়ারা বেগম ও আবু বকর সিদ্দিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। গুলিবিদ্ধ আক্তারুজ্জামানকে (৩৫) সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি আনোয়ারার সমর্থক বলে জানা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হুদা বলেন, ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে বিকেলে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫