Ajker Patrika

২৪ শিল্পীকে সঙ্গে নিয়ে মঞ্চে ফিরছেন ফুয়াদ

২৪ শিল্পীকে সঙ্গে নিয়ে মঞ্চে ফিরছেন ফুয়াদ

বাংলা গানে ভিন্ন ঘরানার সুর ও সংগীত নিয়ে হাজির হয়েছিলেন ফুয়াদ আল মুক্তাদির। পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। তবে অনেক দিন ধরেই গানে অনিয়মিত ফুয়াদ।

কারণ তিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রে। বিশেষ কোনো প্রয়োজন না হলে দেশে আসেন না। উন্মুক্ত মঞ্চের কনসার্টে সর্বশেষ ফুয়াদকে পাওয়া গিয়েছিল ২০১৯ সালে।

বছর তিনেক পর আবারও মঞ্চে উঠবেন তিনি। গাইবেন ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’র দ্বিতীয় আসরে। জানা গেছে, শিগগিরই ঢাকায় আসছেন তিনি। আগামী ২৫ ডিসেম্বর বসুন্ধরা কনভেনশন সেন্টারের এক্সপো জোনে অনুষ্ঠিত হবে ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা ২.০’ নামের কনসার্ট। সেখানে ফুয়াদের সঙ্গে গাইতে মঞ্চে উঠবেন ২৪ জন শিল্পী।

বিষয়টি নিশ্চিত করেছেন কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান স্কাইট্র্যাকারের সিইও দোজা এলান।

বেজবাবা সুমনফুয়াদের সঙ্গে এই কনসার্টে যাঁরা গাইবেন, সেই তালিকায় আছেন বেজবাবা সুমন, পান্থ কানাই, রাফা, জোহাদ চৌধুরী, তাসফি, এলিটা, জেফার, তাসনিম আনিকা, স্টোইক ব্লিস, পাভেল, আশরীন, হাসিব, মিলন, রিয়াসাত আজমি, ফাইরোজ, প্রীতম, ইকরাম ওয়াসি, জাকির হোসেন, জোহান, মিথুন দাশ, ব্ল্যাক জ্যাং, শাফায়েত, ইফাজ ও আমজাদ।

কনসার্টের আয়োজক দোজা এলান বলেন, ‘শীতের সময়টা দর্শকদের সঙ্গে উপভোগ করতে আমাদের এবারের কনসার্ট। শ্রোতারা অনেক দিন ধরেই ফুয়াদের গান শোনার জন্য অপেক্ষা করছেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে হাজির হয়েছি আমরা। কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে ফুয়াদ তো থাকবেনই। এ ছাড়া তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে যাঁরা গান করেছেন, এমন ২৪ শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি আমরা।’

এলিটা করিমদোজা এলান আরও জানান, ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা ৪ ঘণ্টা গান পরিবেশন করবেন ফুয়াদসহ বাকি শিল্পীরা। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। তবে দর্শকের নাগালের মধ্যেই টিকিটের দাম রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে ২০১৯ সালে ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’ কনসার্টের প্রথম আসরে ফুয়াদের সঙ্গে গান গেয়েছিলেন তাপস, কনা, শুভ, তাসফি, লিংকন, এলিটা করিম, রাফা, আলিফ, জোহান, আনিকা, ফাইরুজ ও জেফার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত