Ajker Patrika

ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ৪২
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বান্দরবানে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান স্টেডিয়ামে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় মেঘলা ক্রিকেট দল। নীলাচল ক্রিকেট দলকে ১৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে মেঘলা ক্রিকেট দল। ব্যাটিং-এ ৮ রান এবং বোলিং-এ ২ উইকেট নিয়ে ওমর ফারুক জয় ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বান্দরবান স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবান জেলা স্টেডিয়ামের বিবর্ণ রূপকে ঘষে মেজে পরিষ্কার করে বর্ণিল রূপে সজ্জিত করা হয়েছে। তারই ফলশ্রুতিতে বান্দরবান জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বিজয়ের সুবর্ণজয়ন্ত ও মুজিববর্ষ উপলক্ষে টি-১০ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি মাসে একটি করে এই ধরনের টুর্নামেন্টের আয়োজনের বিষয়ে বান্দরবান জেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ক্রীড়াক্ষেত্রে বান্দরবানের সাফল্য বজায় রাখার প্রয়াস ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি অনুরাগী করে গড়ে তোলার আহবান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত