Ajker Patrika

আ.লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১: ০০
আ.লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। একে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণে বইছে নির্বাচনী হাওয়া।

এ ইউপিতে সম্ভাব্য সাতজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের নজর কাড়ার চেষ্টায় আছেন তাঁরা।

এ সব প্রার্থী ভোটারদের কাছে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের তুলে ধরার চেষ্টা রয়েছে তাঁদের। অনেকে আবার শুভেচ্ছা পোস্টার, ব্যানার-ফেস্টুন দিয়ে প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন। নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও বেছে নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

হিরণ ইউপিতে চেয়ারম্যান পদে সম্ভাব্য সাতজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম ইস্রাফিল, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহফুজ হাসনাত কামরুল, হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান ও কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক জিএস বদিউজ্জামান দাড়িয়া।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া বলেন, ‘আমি দুই বার চেয়ারম্যান হয়েছি। এলাকার ব্যাপক উন্নয়ন করেছি।’

উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না বলেন, ‘আমি এই ইউপির চেয়ারম্যান হলে প্রথমে জননেত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ এর বাস্তব প্রতিফলন ঘটাব।’

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত