Ajker Patrika

ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৩
ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে সংগঠনটি। মিছিলটি মূল সড়কে ওঠার আগে আটকে দিলে সেখানে সমাবেশ করে নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপনের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এতে দফায় দফায় বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা–কর্মীদের কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমনের সভাপতিত্বে ছাত্র সমাবেশের সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল আলম আনিক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ নিজাম উদ্দিন রিপন বলেছেন, ‘স্বৈরশাসকের পতন না হলে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা হবে না। তাই সবার আগে প্রয়োজন সরকারের পতন।’

ছাত্র সমাবেশে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নুরশাত হোসেন বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রানাসহ সংগঠনের বিভিন্ন কমিটির নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সহসভাপতি উজ্জ্বল কান্তি দে, যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেলসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত