Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

এ সপ্তাহের সিনেমা

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’, অন্যটি মাহবুবুর রশিদের ‘ভাগ্য’। 

বীরকন্যা প্রীতিলতা
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি মুক্তি পাচ্ছে সারা দেশের পাঁচটি সিনেপ্লেক্সে। পাশাপাশি ইউজিসির নির্দেশে দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি দেখানো হবে। সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ। প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তাঁর বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে আছেন মনোজ প্রামাণিক। নির্মাতা প্রদীপ বলেন, ‘এ সিনেমা শুধু দেশের কথাই বলবে না, এটি দেশের ইতিহাসের অনেক অজানা বিষয় তুলে আনবে।’

ভাগ্য 
সত্য ঘটনার ছায়া অবলম্বনে মাহবুবুর রশিদের পরিচালনা, সংলাপ ও চিত্রনাট্যে তৈরি সিনেমা ‘ভাগ্য’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিপুণ ও মুন্না। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হলেন তাঁরা। সিনেমাটি নিয়ে নিপুণ বলেন, ‘দেশপ্রেম ও সামাজিক গল্পের সিনেমা ভাগ্য। দর্শকেরা দেখে বিনোদন পাবেন।’
হাই স্পিড গ্রুপ প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা প্রমুখ।  সংগীত করেছেন ঝংকার খন্দকার। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২১টি প্রেক্ষাগৃহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত