Ajker Patrika

চর কেটে ডকইয়ার্ড নির্মাণ, জরিমানা

বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০: ১১
চর কেটে ডকইয়ার্ড নির্মাণ, জরিমানা

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর চর কেটে ডকইয়ার্ড নির্মাণের অভিযোগে এক ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকার বিষখালী নদীর তীরে আরএসবি ব্রিকস নামের এক ইটভাটার মালিককে এ জরিমানা করা হয়।

আরএসবি ব্রিকসের মালিক গোলাম মোস্তফা। তিনি বাইনচটকি এলাকায় ফেরিঘাটের পূর্ব পাশে বিষখালী নদীর চর কেটে ডকইয়ার্ড নির্মাণ করেছেন। ডকইয়ার্ডের জন্য ৪০০–৫০০ ফুট চর কেটে নালা তৈরি করেছেন। এদিকে ডকইয়ার্ড নির্মাণের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে। কিন্তু আবেদনের পর সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদনের আগেই তিনি ডকইয়ার্ড নির্মাণ করেন। অবৈধভাবে এই ডকইয়ার্ড নির্মাণ করায় পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল মুজাহিদ ইটভাটার মালিককে জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন আল মুহাম্মদ মুজাহিদ বলেন, ‘অননুমোদিত ডকইয়ার্ড নির্মাণ করার কারণে বিষখালী নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হয়। এ ছাড়া নদীর চর কেটে নালা তৈরি অভিযোগে ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ডকইয়ার্ডের নির্মাণকাজ বন্ধ করা ও মালামাল সরিয়ে নেওয়া এবং নালা ভরাট করে দেওয়ার জন্য ইটভাটা মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত