Ajker Patrika

বন্যায় নারীর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১: ৪৭
বন্যায় নারীর প্রস্তুতি

চলছে আষাঢ় মাস। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের প্রায় পুরো অংশে এবং রংপুর বিভাগের কিছু অংশে দেখা দিয়েছে বন্যা। লাখ লাখ মানুষ পানিবন্দী জীবন কাটিয়েছেন। পানি নেমে যাওয়ার পরের যে সমস্যা সেগুলোর ভেতর দিয়ে এখন চলতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার মানুষের।

লাখ লাখ পানিবন্দী মানুষের মধ্যে বিভিন্ন কারণে দুর্যোগকালে নারী ও শিশুদের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। যেকোনো দুর্যোগে বাসস্থান, খাদ্য, পানীয়, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত, নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা পুরুষদের চেয়ে কঠিনভাবে মোকাবিলা করতে হয় নারীদের। একটি পুরো পরিবারের খাবার রান্না থেকে শুরু করে শিশু ও বৃদ্ধদের দেখাশোনা, গবাদিপশু দেখাশোনা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ করতে হয় নারীদের। এসব কাজের বাইরে ভবিষ্যৎভিত্তিক কাজও করতে হয়। যেমন খাদ্যবস্তু সংরক্ষণ, শাকসবজি বা অন্যান্য বীজ সংরক্ষণ, জ্বালানি সংরক্ষণ ইত্যাদি। এসব কাজ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগকালে নারীরা নিজেরাই অবহেলার শিকার হয়ে থাকে এবং দুর্যোগকালে বেশি কষ্ট সহ্য করে থাকে। কিন্তু দীর্ঘ মেয়াদে তা নারীর শারীরিক ও মানসিক ক্ষতিই করে থাকে।

এসব ক্ষতি এড়ানো হয়তো কঠিন। কিন্তু পূর্বপ্রস্তুতি থাকলে সে ক্ষতি কমানো সম্ভব।

যা করতে পারেন

  •  শিশুসহ বাড়ির সদস্যদের তালিকা তৈরি করুন সম্ভব হলে। নইলে হিসাব রাখুন।
  •  একইভাবে গবাদিপশুরও তালিকা তৈরি করুন বা হিসাব রাখুন।
  •  প্রয়োজনীয় ওষুধ ও ওরস্যালাইন হাতের কাছে রাখুন। প্রয়োজনে সেগুলো আলাদা আলাদা বাক্সে ভরে রাখুন নাম লিখে বা চিহ্ন দিয়ে।
  •  নিজের বিশেষ দিনের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রাখুন।
  • স্যানিটারি প্যাড সংগ্রহে রাখুন।
  •  শুকনো খাবার সংগ্রহ করে রাখুন।
  • প্রয়োজনীয় সংখ্যক মোম ও দেশলাই সংগ্রহে রাখুন।
  • শুকনো জ্বালানি বাড়ির কোনো উঁচু জায়গায় রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত