সম্পাদকীয়
প্রকল্প অনুমোদন না হওয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেড় শ আসনের ভোট গ্রহণের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে নির্বাচন কমিশনকে। ইভিএমে ভোট গ্রহণের পক্ষে-বিপক্ষে প্রায় এক বছর অনেক তর্ক-বিতর্ক হয়েছে। আওয়ামী লীগ ছাড়া বিএনপিসহ প্রায় সব রাজনৈতিক দলই ইভিএমে ভোট নেওয়ার বিপক্ষে ছিল।
নাগরিক সমাজের অনেকেও এই যন্ত্রের বিপক্ষেই বলেছেন। কিন্তু নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল।
পরিকল্পনা কমিশন থেকে জানানো হয়েছে, টাকা না থাকায় ইসির প্রস্তাবিত প্রকল্পটি এ মুহূর্তে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এখন সংস্থাটির হাতে থাকা ইভিএম নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হচ্ছে না। তবে নির্বাচন কমিশনের হাতে যে কয়টি ইভিএম আছে তাতে ৫০ থেকে ৭০ আসনে ভোট নেওয়া যাবে; অর্থাৎ এখন এটা প্রায় নিশ্চিত যে আগামী জাতীয় সংসদ নির্বাচন মূলত ব্যালটেই হবে।
ইভিএমে ভোট নেওয়া নিয়ে যে বিতর্ক ছিল, তার অবসান হলেও নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়টি নিয়ে যে সমস্যা, তার কিন্তু অবসান হলো না। ইভিএমে ভোট না হওয়ার খবরের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাৎক্ষণিকভাবেই বলেছেন, আওয়ামী লীগ ইসির সিদ্ধান্ত মেনে নেবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা এই সরকারের অধীনেই নির্বাচনে যাব না।’
ব্যালটে ভোট হলেও বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ব্যাপারে অনড় থাকলে কীভাবে দলটিকে ভোটের মাঠে আনা হবে, সেটাই এখন দেখার বিষয়।
রাজনৈতিক আপত্তির কারণে যে ইভিএম বাতিল হয়েছে, তা নয়। আর্থিক সংকটের কারণে ইভিএম থেকে পিছু হটতে হয়েছে নির্বাচন কমিশনকে।
নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম আরও বলেছেন, ইভিএমে ভোট গ্রহণ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগপন্থীরা ছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোর আপত্তি রয়েছে। অনেক রাজনৈতিক দলের মতে, এটি কারচুপির যন্ত্র। এ ছাড়া বিশিষ্টজনেরাও ইভিএমে ভোট গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে অর্থনৈতিক সংকটের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে ইভিএম কেনা ও এর পেছনে বৈদেশিক মুদ্রা ব্যয় নিয়ে প্রশ্ন ছিল।
নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বেশির ভাগ রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণ হলো উল্লেখ করে জাহাংগীর আলম বলেছেন, বিশিষ্ট নাগরিকদের যে আশা ছিল, সেটাও বাস্তবায়িত হলো। দল-মতনির্বিশেষে বর্তমান সিদ্ধান্ত পছন্দ করবে। নির্বাচন কমিশন আশা করছে, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এবং সহযোগিতা করবে।
নির্বাচন কমিশনের এই আশার সঙ্গে বিএনপির রাজনৈতিক অবস্থান সাংঘর্ষিক। বিএনপিকে নির্বাচনে আনা কি নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব? সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসির ওপর চাপ আছে। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের, যা কমিশন এককভাবে নিতে পারবে না।
প্রকল্প অনুমোদন না হওয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেড় শ আসনের ভোট গ্রহণের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে নির্বাচন কমিশনকে। ইভিএমে ভোট গ্রহণের পক্ষে-বিপক্ষে প্রায় এক বছর অনেক তর্ক-বিতর্ক হয়েছে। আওয়ামী লীগ ছাড়া বিএনপিসহ প্রায় সব রাজনৈতিক দলই ইভিএমে ভোট নেওয়ার বিপক্ষে ছিল।
নাগরিক সমাজের অনেকেও এই যন্ত্রের বিপক্ষেই বলেছেন। কিন্তু নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল।
পরিকল্পনা কমিশন থেকে জানানো হয়েছে, টাকা না থাকায় ইসির প্রস্তাবিত প্রকল্পটি এ মুহূর্তে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এখন সংস্থাটির হাতে থাকা ইভিএম নিয়েই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ১৫০ আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হচ্ছে না। তবে নির্বাচন কমিশনের হাতে যে কয়টি ইভিএম আছে তাতে ৫০ থেকে ৭০ আসনে ভোট নেওয়া যাবে; অর্থাৎ এখন এটা প্রায় নিশ্চিত যে আগামী জাতীয় সংসদ নির্বাচন মূলত ব্যালটেই হবে।
ইভিএমে ভোট নেওয়া নিয়ে যে বিতর্ক ছিল, তার অবসান হলেও নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়টি নিয়ে যে সমস্যা, তার কিন্তু অবসান হলো না। ইভিএমে ভোট না হওয়ার খবরের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাৎক্ষণিকভাবেই বলেছেন, আওয়ামী লীগ ইসির সিদ্ধান্ত মেনে নেবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা এই সরকারের অধীনেই নির্বাচনে যাব না।’
ব্যালটে ভোট হলেও বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ব্যাপারে অনড় থাকলে কীভাবে দলটিকে ভোটের মাঠে আনা হবে, সেটাই এখন দেখার বিষয়।
রাজনৈতিক আপত্তির কারণে যে ইভিএম বাতিল হয়েছে, তা নয়। আর্থিক সংকটের কারণে ইভিএম থেকে পিছু হটতে হয়েছে নির্বাচন কমিশনকে।
নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম আরও বলেছেন, ইভিএমে ভোট গ্রহণ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগপন্থীরা ছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোর আপত্তি রয়েছে। অনেক রাজনৈতিক দলের মতে, এটি কারচুপির যন্ত্র। এ ছাড়া বিশিষ্টজনেরাও ইভিএমে ভোট গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে অর্থনৈতিক সংকটের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে ইভিএম কেনা ও এর পেছনে বৈদেশিক মুদ্রা ব্যয় নিয়ে প্রশ্ন ছিল।
নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বেশির ভাগ রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণ হলো উল্লেখ করে জাহাংগীর আলম বলেছেন, বিশিষ্ট নাগরিকদের যে আশা ছিল, সেটাও বাস্তবায়িত হলো। দল-মতনির্বিশেষে বর্তমান সিদ্ধান্ত পছন্দ করবে। নির্বাচন কমিশন আশা করছে, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এবং সহযোগিতা করবে।
নির্বাচন কমিশনের এই আশার সঙ্গে বিএনপির রাজনৈতিক অবস্থান সাংঘর্ষিক। বিএনপিকে নির্বাচনে আনা কি নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব? সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসির ওপর চাপ আছে। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের, যা কমিশন এককভাবে নিতে পারবে না।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫