বেনাপোল প্রতিনিধি
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ভ্রমণে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত। গড়ে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার মানুষ যাতায়াত করছেন। তবে দুই পাশেই তাঁদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে একেকজনের ৫ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দুই বছর পর চালু হয়েছে ভারতে টুরিস্ট ভিসায় যাওয়া-আসা। এ ছাড়া মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় ভ্রমণের শর্ত শিথিল করা হয়েছে। এতে বেড়েছে ভ্রমণকারীদের যাতায়াত। প্রতিবছর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২০ লাখ পাসপোর্টধারী মানুষ যাতায়াত করে থাকেন। তবে এ যাতায়াতের সঙ্গে সঙ্গে বেড়েছে সীমাহীন ভোগান্তি। তা ছাড়া ভারত ভ্রমণে ভিসা ফি হিসেবে ভারতীয় দূতাবাসকে ৮৪০ টাকা, ৫০০ টাকা ভ্রমণ কর ও বন্দর ট্যাক্স আরও ৫০ টাকা করে গুনতে হয়। এসব মানুষের কাছ থেকে ভ্রমণ কর হিসেবে সরকারের রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা।
তবে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ধারণ ক্ষমতা কম। এ কারণে যাত্রী সংখ্যা বাড়লে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়াতে হয় সড়কের ওপর। ভারতের অংশেও ধীর গতিতে ভোগান্তি বেড়েছে। ভোগান্তি থেকে মুক্তি পেতে বন্দরে ছাত্রী ছাউনি ও সেবাদানকারী সংস্থাগুলোর জনবল বৃদ্ধির দাবি জানিয়েছে আসছেন ভুক্তভোগীরা।
ভারতগামী কয়েকজন বাংলাদেশি বলেন, নানান অব্যবস্থাপনায় ভোগান্তির মধ্যে আমাদের যাতায়াত করতে হচ্ছে। যাত্রী ছাউনি না থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় লাইনে দাঁড়াতে হচ্ছে। বন্দরে দালালেরা অতিরিক্ত টাকা নিয়ে লাইন ছাড়া পারাপার করছে। আর যাঁরা টাকা দিচ্ছেন না, তাঁদের লাইন শেষ হচ্ছে না।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানিয়েছেন, ভ্রমণে নিষেধাজ্ঞা সব তুলে নেওয়ায় দুই দেশে যাতায়াত বেড়েছে। গত বুধবার ভারত-বাংলাদেশের মধ্যে ৩ হাজার ৯১৯ জন যাতায়াত করেছেন। বর্তমানে করোনা টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে ভারত যাওয়া যাচ্ছে।
বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, বন্দর এলাকায় যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। দালাল শ্রেণির কারও কাছে যাতে যাত্রীরা পাসপোর্ট ও অর্থ লেনদেন না করেন সতর্ক করা হচ্ছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ বলেন, যাত্রী যাতায়াত বাড়ায় দীর্ঘ লাইন হচ্ছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রী ছাউনি তৈরিতে জায়গা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ বলেন, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি ও ১৫০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে। দুই দেশে যাতায়াতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ হাজার পর্যন্ত। যাত্রী ও বাণিজ্য সেবা বৃদ্ধি করতে বন্দরের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত আছে।
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ভ্রমণে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেনাপোল স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত। গড়ে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার মানুষ যাতায়াত করছেন। তবে দুই পাশেই তাঁদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে একেকজনের ৫ ঘণ্টা পর্যন্ত সময় লাগছে।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দুই বছর পর চালু হয়েছে ভারতে টুরিস্ট ভিসায় যাওয়া-আসা। এ ছাড়া মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় ভ্রমণের শর্ত শিথিল করা হয়েছে। এতে বেড়েছে ভ্রমণকারীদের যাতায়াত। প্রতিবছর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২০ লাখ পাসপোর্টধারী মানুষ যাতায়াত করে থাকেন। তবে এ যাতায়াতের সঙ্গে সঙ্গে বেড়েছে সীমাহীন ভোগান্তি। তা ছাড়া ভারত ভ্রমণে ভিসা ফি হিসেবে ভারতীয় দূতাবাসকে ৮৪০ টাকা, ৫০০ টাকা ভ্রমণ কর ও বন্দর ট্যাক্স আরও ৫০ টাকা করে গুনতে হয়। এসব মানুষের কাছ থেকে ভ্রমণ কর হিসেবে সরকারের রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা।
তবে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ধারণ ক্ষমতা কম। এ কারণে যাত্রী সংখ্যা বাড়লে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়াতে হয় সড়কের ওপর। ভারতের অংশেও ধীর গতিতে ভোগান্তি বেড়েছে। ভোগান্তি থেকে মুক্তি পেতে বন্দরে ছাত্রী ছাউনি ও সেবাদানকারী সংস্থাগুলোর জনবল বৃদ্ধির দাবি জানিয়েছে আসছেন ভুক্তভোগীরা।
ভারতগামী কয়েকজন বাংলাদেশি বলেন, নানান অব্যবস্থাপনায় ভোগান্তির মধ্যে আমাদের যাতায়াত করতে হচ্ছে। যাত্রী ছাউনি না থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় লাইনে দাঁড়াতে হচ্ছে। বন্দরে দালালেরা অতিরিক্ত টাকা নিয়ে লাইন ছাড়া পারাপার করছে। আর যাঁরা টাকা দিচ্ছেন না, তাঁদের লাইন শেষ হচ্ছে না।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানিয়েছেন, ভ্রমণে নিষেধাজ্ঞা সব তুলে নেওয়ায় দুই দেশে যাতায়াত বেড়েছে। গত বুধবার ভারত-বাংলাদেশের মধ্যে ৩ হাজার ৯১৯ জন যাতায়াত করেছেন। বর্তমানে করোনা টিকার ডাবল ডোজ নেওয়া থাকলে ভারত যাওয়া যাচ্ছে।
বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, বন্দর এলাকায় যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। দালাল শ্রেণির কারও কাছে যাতে যাত্রীরা পাসপোর্ট ও অর্থ লেনদেন না করেন সতর্ক করা হচ্ছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ বলেন, যাত্রী যাতায়াত বাড়ায় দীর্ঘ লাইন হচ্ছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রী ছাউনি তৈরিতে জায়গা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ বলেন, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি ও ১৫০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে। দুই দেশে যাতায়াতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪ হাজার পর্যন্ত। যাত্রী ও বাণিজ্য সেবা বৃদ্ধি করতে বন্দরের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত আছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫