Ajker Patrika

আগামী বছরের মার্চে শেষ হবে নির্মাণকাজ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৬: ২২
আগামী বছরের মার্চে শেষ হবে নির্মাণকাজ

আগামী বছরের মার্চেই আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংকের কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলপথ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকন ইন্টারন্যাশনালের জিএম রমন শিংলা। গতকাল শনিবার দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় রমন শিংলা বলেন, চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও অর্থ পরিশোধের জটিলতা থাকায় বাংলাদেশ অংশে রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে ভারতীয় অংশে খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে।

রমন শিংলা জানান, আখাউড়া অংশে রেললাইন স্থাপনের জন্য ২ হাজার স্লিপার প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের ২৫ নভেম্বরের মধ্যে স্লিপারগুলো কাজের সাইডে পৌঁছাবে। আগামী বছর মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং মার্চের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে তারা আশা প্রকাশ করছেন।

এ সময় ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে আরও ছিলেন ইনফ্রা উপদেষ্টা পঙ্কজ কুমার সিং, ত্রিভুবন মিশ্র, উপ সচিব গিনচ মাত্তম, রেলওয়ের প্রকল্প উপদেষ্টা আনিতা বারি প্রমুখ।

এর আগে বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের সীমান্তের শূন্যরেখায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, প্রায় ২৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার রেলপথের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার পড়েছে বাংলাদেশ অংশে। বাকি ৪ কিলোমিটার ভারতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত