Ajker Patrika

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৪
ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু

চৌগাছায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে পুরো উপজেলায় এ ক্যাম্পেইন শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার।

উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ২৬৫টি টিকাকেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সীদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলার ১০৪ স্বাস্থ্যকর্মী ও ৫৩০ স্বেচ্ছাসেবক শিশুদের ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহার বলেন, ‘উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৭১০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৪১৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এদিকে গতকাল এ ক্যাম্পেইন পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শাহাদত খোন্দকার। এদিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন ১০০ শয্যার ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. লুৎফুন্নাহারসহ উপজেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত